শহরের কোলাহল থেকে বেড়িয়ে একটু শান্তি আর নির্মল পরিবেশে শীতল পানির ছোঁয়ায় পরিবার পরিজন কিংবা বন্ধু-বান্ধব নিয়ে দল বেধেঁ ছুটির সময় উপভোগ করতে পারেন সবুজের মাঝে থেকে একদিন। চট্টগ্রাম শহর থেকে খুব বেশি দুরে নয়। ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে রোড়ের পাশে অবস্থান। সীতাকুন্ড থানায় বাশঁবাড়ীয়া ইউনিয়নে প্রকৃতির অপূর্ব সৃষ্টি দুষ্টিনন্দন নতুন সমুদ্র সৈকত যা মুগ্ধ করবে নিঃসন্দেহে আপনাকেও ।
খুব অল্প খরচে দিনে গিয়ে দিনে ঘুরে আসতে পারবেন #বাশঁবাড়ীয়া-সমুদ্র-সৈকত। শহরের যে কোন প্রান্ত থেকে যেতে পারেন খুব সহজে।
● যাতায়াত ব্যবস্থাঃ
» অপশন একঃ
অলংকার মোর কিংবা একে খাঁন মোর থেকে সীতাকুন্ড গামী আট নাম্বার গাড়িতে করে বাঁশবাড়ীয়া বাজার নামতে পারেন। ভাড়া লাগবে ৩০- ৪০ টাকা। বাজারে নেমে রিকসা কিংবা সিএনজি অটো টেক্সি করে চলে যেতে পারবেন একদম সীবিচ পযর্ন্ত। রিকসা ভাড়া লাগবে ২০- ৩০ টাকা; সিএনজি ভাড়া নিবে ৫০- ৬০ টাকা।
» অপশন দুইঃ
মাদারবাড়ী বাস স্টেশন থেকে গেইট লক সার্ভিস চয়েস কিংবা লোকাল সার্ভিস উত্তরা বাস এ করে যেতে পারেন বাঁশবাড়ীয়া। চয়েস এ ভাড়া পড়বে ৮০ টাকা আর উত্তরা সার্ভিসে ভাড়া পড়বে ২৫ টাকা।
» অপশন তিনঃ
নিউ মার্কেট কিংবা দামপাড়া মোড় থেকে বড় কুমিরাগামী সাত নাম্বার গাড়িতে করে যেতে পারেন কুমিরা পযর্ন্ত। এরপর কুমিরা থেকে লোকাল গাড়িতে করে যেতে পারেন বাঁশবাড়ীয়া বাজার। মার্কেট থেকে কুমিরা পযর্ন্ত ভাড়া পড়বে ২৫ টাকা। কুমিরা থেকে বাশঁবাড়ীয়া পযর্ন্ত ভাড়া পড়বে ১০ টাকা।
«●» শহর থেকে বাশঁবাড়ীয়া বাজার এবং বাজার থেকে সীবিচ পযর্ন্ত যাতায়াত রাস্তা অনেক ভাল চাইলে ব্যক্তিগত গাড়ি নিয়ে ঘুরে আসতে পারেন নতুন জেগে উঠা বাঁশবাড়ীয়া সবুজ সমুদ্র সৈকতে।
সমুদ্র সৈকতের ভিডিও লিংকঃ
বাঁশবাড়ীয়া সমুদ্র সৈকত পর্ব এক
বাঁশবাড়ীয়া সমুদ্র সৈকত র্পব দুই
□ সময় ও দুরত্বঃ
শহর থেকে বাশঁবাড়ীয়া বাজার পযর্ন্ত দুরত্ব ৩৫ কি.মি প্রায়।
কোন প্রকার যাটজট না লাগলে ৪০ মিনিট – ১ ঘন্টায় পৌঁছে যাবেন বাঁশবাড়ীয়া সী-বিচ-এ।
□ খরচাপাতিঃ
আসা-যাওয়া মিলিয়ে আপনার সর্বোমোট খরচ হতে পারে ২০০ টাকা মাত্র ( খাওয়া-দাওয়ার খরচ ব্যাতীত )।
□ বিশেষ আকষর্নঃ
Ω চাইলে দল বেধেঁ ঘুরে আসতে পারেন বাশঁবাড়ীয়া থেকে কাছিয়ারপাড় ফেরীঘাট দিয়ে নদীর ওপাড়ের দ্বীপএলাকা সন্দ্বীপ। যেতে সময় লাগবে ১ ঘন্টা।
Ω সাথে নিয়ে যেতে পারেন ফুটবল কিংবা ক্রিকেট খেলার ব্যাট বল। ছুঁটিয়ে খেলার মতো পযাপ্ত খোলা সীবিচ আছে।
◊ বি.দ্রঃ ◊
খাবার দোকান পযাপ্ত নেই। যাওয়ার সময় সাথে মিনারেল ওয়াটার ও কিছু হালকা খাবার বাজার থেকে নিয়ে যাওয়া বুদ্ধিমানের কাজ হবে।
অপূর্ব সৈকতের দ্বিতীয় কিস্তিঃ
বাশঁবাড়ীয়া-সমুদ্র-সৈকত ২য় পর্ব
কাছাকাছি অপর সমুদ্র সৈকত (১ কি.মি. দূরে)
সৌন্দর্যের এক অর্পূব লীলাভূমি আকিলপুর সমুদ্র সৈকত
সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:১৪