নেদারল্যান্ডের আমস্টারডামে অনুষ্টেয় ৫২ তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) অংশ নিতে ইতিমধ্যে বাংলাদেশ গণিত দলের ছয় সদস্য নেদারল্যান্ডে পৌঁছেছে।
বাংলাদেশ গণিত দল সপ্তমবারের মতো আইএমওতে যাচ্ছে। এতে অংশ নিয়ে বাংলাদেশ দলের সদস্যরা এ পর্যন্ত তিনটি ব্রোঞ্জপদক ও ১২টি সম্মানজনক স্বীকৃতি অর্জন করেছে। এ বছর ১০৫টি দেশের ৫৭৪ জন প্রতিযোগী আইএমওতে অংশ নিচ্ছে।
এবারের গণিত দলের ছয় সদস্য হলেন চট্টগ্রাম কলেজের ধনঞ্জয় বিশ্বাস, খুলনা পাবলিক কলেজের কাজী হাসান জুবায়ের, সিলেট সরকারি মহিলা কলেজের নাফিজা আনজুম, চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের সৌরভ দাস, ময়মনসিংহ জিলা স্কুলের ফাহিম ফেরদৌস ও ঢাকার মণিপুর হাইস্কুলের নূর মোহাম্মদ সফিউল্লাহ। দলনেতা হিসেবে আছেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড দলের কোচ ড. মাহবুব মজুমদার। দলের সাথে আছেন দলের উপনেতা বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান ও পর্যবেক্ষক হিসেবে আছেন গণিত অলিম্পিয়াড কমিটির একাডেমিক কাউন্সিলর মাহমুদুল হাসান সোহাগ।
যে কেউ ইচ্ছা করলে গণিত দলের সদস্যদের জানাতে পারবেন শুভকামনা। এ জন্য গণিত অলিম্পিয়াডের ওয়েবসাইটে খোলা হয়েছে গুডলাক মেসেজ বুক। ওয়েবসাইটের ঠিকানা http://www.matholympiad.org.bd। এ ছাড়া আইএমওর উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান আমস্টারডাম থেকে সরাসরি সম্প্র্রচার করা হবে আইএমওর ওয়েবসাইটে http://www.imo2011.nl। পাশাপাশি প্রতিদিনের বিভিন্ন কার্যক্রম ও সংবাদ নিয়ে ভিডিও থাকবে ইউটিউবে-www.youtube.com/imo2011। এ ছাড়া নিয়মিত গণিত অলিম্পিয়াডের খবর পাওয়া যাবে- [www.facebook.com/groups/36013266714?ap=1 ফেসবুকের গণিত অলিম্পিয়াড গ্রুপে]।