কোন কৈশোরে, খেলার ছলে
কাদামাটির জল ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিলাম
‘সরলতা আকাশের পাখি হবো’
উড়বো সত্য কালের এ প্রান্ত থেকে ও প্রান্ত,
সরল-সুন্দর-সবুজ হৃদয়ের বার্তা নিয়ে...
জীবনের ক্লেদ ও সভ্যতার জঞ্জাল..
বারবার ঢেকে দিয়েছে সরলতার আকাশ
বারবার আহত হয়েছে হৃদয়,
রক্তাক্ত ও ক্লান্ত আমি
কৈশোরের প্রতিঙ্গা ভুলেছি বারবার...
তবুও, সরলতার মাদকতায় আচ্ছন্ন
এই আমি বেঁচে আছি,
জেনে গেছি-
সরলতার মতো মহত্তম আর কিছু নাই।
সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩৭