সিআইএ, মোসাদের এজেন্টরা এখন ব্যাস্ত কেনায়
টিস্যু এবং স্যানিটাইজার,
বরিস, ট্রাম্প, পুতিনেরা দুবার হ্যাপি বার্থডে গেয়ে
হাত ধুচ্ছে বারংবার।
সৈন্যরা রণক্ষেত্র ছেড়ে কোয়ারেন্টাইনে খেলছে লুডু দাবা,
জঙ্গি জঙ্গি খেলাও বন্ধ কয়দিন, ফোটেনা কোন বোমা।
সুপারপাওয়ারেরা নেই স্নায়ু যুদ্ধের উন্মাদনায় ত্রস্ত
নিউক্লিয়ার শক্তি পরীক্ষাও বন্ধ,
সিরিয়া, ফিলিস্তিনে নেই যুদ্ধের দামামা
কাশ্মীরও এখন শান্ত।
পত্রিকার হেডিংয়ে নেই রগরগে খবর
নেই লোভনীয় সব বিজ্ঞাপন, অফার,
স্টেডিয়ামে নেই দর্শকের মুহুর্মুহু গর্জন
ব্যাস্ত নগরী আজ জনমানবশূন্য শ্মশান।
আজ করছে রাজ সদ্য ভুমিষ্ট হওয়া ভাইরাস,
বাকিসব ভাইরাসের আজ্ঞাবহ দাস।
ক্যাটাস্ট্রপিক নিউক্লিয়ার আবিষ্কারের গবেষণা নয়
মাইক্রোস্কোপিক ভাইরাস প্রতিরোধে মরিয়া সবাই।
প্রতিযোগিতা এখন ভারতের সাথে পাকিস্তান
কিংবা আমেরিকার সাথে চায়নার নয়,
ভাইরাসই এখন সবার প্রতিযোগী।
ভাইরাস রাজা-প্রজা, ধনী-গরিব দেখে করেনা আক্রমণ
ন্যায় বিচারকের মত একই পাল্লায় মেপে ঘটায় সংক্রমণ।
ভাইরাস প্রমাণ করেছে আদতে সবাই সমান
আদতে সবাই অসহায়।
শক্তিশালী এবং সর্বময় ক্ষমতার অধিকারী
যদি কেউ থেকে থাকে -
সে হল আমাদের সৃষ্টিকর্তা
যে ভাইরাসেরও সৃষ্টিকর্তা।।
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০২০ রাত ২:২৩