জামায়াত নিষিদ্ধ হোক এতে আমার আমার আপত্তি নাই , রাজাকারদের ফাঁসী হোক এটা আমারো দাবী ।
দেশ বিরোধীদের এদেশে থাকার কোন অধিকার আছে বলে মনে করিনা ।
সুবিধাবাদী মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ ফতোয়া দিছে ইসলামী ব্যাংকে টাকা রাখা হারাম .ইসলামী ব্যাংকে টাকা রাখলে জাহান্নামে যেতে হবে ।
কোরআন ,হাদিসের কত নাম্বার পৃষ্ঠায় এটা লেখা আছে ফরিদের কাছে জানতে চাই ?
মাওলানা মাসউদ সাহেব
*মতিঝিলের মত গুরুত্বপূর্ন রাস্তা বন্ধ করে লাখ লাখ মানুষকে জ্যামে কষ্ট দিয়ে ৩০০ লোক নিয়ে মহাসমাবেশ করা কি হালাল ?
*হাজার হাজার নারী পুরুষ একত্রে রাত কাটানো কি হালাল ?
* ধইরা ধইরা জবাই কর এই শ্লোগান কি হালাল ?
*গান বাজনাতে বা ইসলাম নিয়ে কটুক্তিকারীদের মঞ্চে যোগ দেয়া কি হালাল ?
এই ভন্ডামীর শেষ কোথায় ?
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৪০