আপনি জানেন কি বাংলাদেশে কোন রাজাকারের গাড়ীতে শেখ হাসিনার দেয়া জাতীয় পতাকা উড়েছিল ?
অনেকেই একটা কথা বলেন রাজকারদের গাড়িতে পতাকা উঠিয়েন . তাদের স্মরন করিয়ে দিতে চাই জামালপুরের সরিষাবাড়ীর কুখ্যাত নুরু রাজাকার ওরফে মাওলানা নুরুল ইসলামকে শেখ হাসিনাই প্রথম ধর্মমন্ত্রী বানিয়েছিলেন . উনার গাড়িতেই প্রথম পতাকা উঠিয়েছিলেন ১০০০% সত্য কথা . আজ পর্যন্ত কেউ ব্যাপারটা মুখে আনেননি ফাঁসি চায়নি । অপরাধী সবাই অপরাধী উনার বিচার কেউ চাইলেন না , উনার গাড়ীর কথা কেউ মুখে আনার সাহস পেলেন না ।
কারন উনি আওয়ামীলীগ করেন ।
আমাদের পাশের থানার নুরু রাজাকার যখন গাড়িতে পতাকা উঠিয়ে যেত তখন আমাদের বাপ চাচাদের মুখ ফ্যাকাশে হয়ে যেত .
শাহবাগী ভায়েরা কে কোন দল করে তা বিচার না করে সকল রাজাকারের ফাসির দাবিতে অনড় থাকুন ।
যাদের বিশ্বাস করতে কষ্ট হবে তারা একটু উনার এলাকায় খোজ নিয়ে দেখবেন . সত্য পেয়ে যাবেন । ব্যাপারটা জানার পর কৌশলে তাকে আর মননোয়ন দেয়নি আওয়ামী লীগ ।
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৪৪