মাত্র কয়েকদিন আগে আশংকা করেছিলাম দেশে বড় ধরনের রক্তপাত আসন্ন .আজ তাই দেখতে হলো ।
আমি চ্যালেঞ্জ করে বলতে পারি শিবির , ছাত্রদল ,ছাত্রলীগ বা বিভিন্ন ছাত্র সংগঠনের কেউ এখনো উর্পাজনের পথে পা বাড়ায়নি সবাই পরিবার অথবা রাজনৈতিক দলের উপার্জনের উপর নির্ভরশীল ।
আপনারা কেন ভুলে যাচ্ছেন দেশে এখনো সংবিধান আছে . আর এই সংবিধান ন্যায়ের পক্ষে ও অন্যায়ের বিপক্ষে ।
আপনারা যেভাবে দাঙ্গা সৃষ্টি করতে চাইছেন তাতে বিদেশীরা আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিবে . বন্ধ হবে বিনিয়োগ আর যদি একবার কোনভাবে গার্মেন্টস শিল্পের রপ্তানীর উপরে আঘাত আসে তাহলে বেকার হবে ২০ লক্ষ্য গার্মেন্টস শ্রমিক এবং তার সাথে প্রত্যক্ষ বা প্ররোক্ষভাবে জড়িত ১কোটি মানুষ ।
তখন দেশের কি পরিস্থিতি হবে ভেবে দেখেছেন কি ?
সবাইকে অনুরোধ করবো সহনশীল হোন ।
মাননীয় সরকার .
ক্ষমতায় টিকে থাকার লোভে আর কি কি পরিস্থিতির তৈরী করবেন আপনারা ?
এই মুহুর্তে শাহবাগীদের জরুরী যে দাবিটি তোলা দরকার তা হলো কোন ব্যক্তি ২ বারের বেশী কেউ নির্বাচন করতে পারবেনা ।
এটা করতেই পারলেই কেবল দেশে গনতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব ।