আজকাল অনেক ব্লগার সাহেবেরা মনে হচ্ছে নতুন নতুন ধর্ম গ্রহণ করছেন ।
আর ওই সকল ব্লগারা শুধু নতুন ধর্ম গ্রহণেই ক্ষান্ত হননি বরং ইসলাম ধর্মের
পবিত্র কোরআনকেও অস্বিকার করছেন,এক কথায় কোরআনকে বিশ্বাস করছেন না।
যেমন ব্লগার চাঁদগাজী ভাই গত কাল কিয়ামত নিয়ে এক পোস্ট দিয়েছেন,তার ভাষ্য
মতে কিয়ামত নিয়ে মানুষের যে ধারণা তা সবই যুক্তিহীণ ।
আমার প্রশ্ন ওটা না আর শুধু ব্লগার চাঁদগাজীই নয় আরো অনেক ব্লগারই ব্লগে মন্তব্যের
মাধ্যমেও তারা পবিত্র কোরআনকে অবমান না করছেন ।এই তো সেদিন জিন নিয়ে আমি নিজে
একটি দিলে সে পোস্টে বিভিন্ন ব্লগার নানান ধরনের মন্তব্য করেন অনেকে সরাসরি কোরআনকে
অবমাননা করেছেন । এর পর কালকে কিয়ামত নিয়ে পোস্ট দিলে এরপর ব্লগার চাঁদগাজী কেয়ামত ইত্যাদি নিয়ে ভুল ধারণার প্রচার আমাদের ক্ষতি করছে! এই শিরোনামে একটি পোস্ট দেন ।কথা হলো সে কি পোস্ট দিলেন না দিলেন সেটা বড় কথা না,কথা
হলো সরাসরি কোরআনকে অবিশ্বাস করা । আমরা এই ব্লগে বিভিন্ন ধর্মের লোক আছি যেহেতু সেহেতু বিভিন্ন ধর্মের পোস্ট আসবেই
এটাই স্বাভাবিক,তাই বলে পাক কোরআন এবং মহান আল্লাহু এবং তার সৃষ্টিকে অবিশ্বাস করে না ভাই।
জনাব চাঁদগাজী ভাই আমার এখন পুরাই মনে হচ্ছে আপনি হিন্দু । তার কারন হলো আপনার লেখা এবং আজ কয়েকদিন।
যাবত আপনার মন্তবগুলও একই অবস্থা । আপনার বড় সমস্যা আপনি কোরআনকে বিশ্বাস করতে পারছেন না ।
আর এতাও কিন্ত কিয়ামতের একতা লক্ষণ সেটা কি একবারো ভেবে দেখছেন । আপনার মতে পৃথিবীতে এখনও মানুষ অশিক্ষিত
হ্যা ধরে নিলাম এই আধুনিক যুগে এসেও মানুষ আপনার থেকে একটু কমই বুঝে,এবং আপনি সব সময় অন্যের ব্লগে যেয়েও বলেন
মানুষ এখনো সেই আদিযুগে রয়েগেছে । ধরে নিলাম সেটাও ঠিক আছে । আচ্ছা জনাব চাঁদগাজী ভাই আমার প্রথম প্রশ্ন আপনার কাছে কোরআনের কোন ব্যখ্যা বা কোন আয়াতের অর্থটি আপনার কাছে ভুল মনে হচ্ছে একটু খুলে বলবেেন ।আমার জানা মতে বা দেখা মতে
যেমন,বাইবেল বলেন বা ঈনজীল বলেন আর গীতা বেদ,অর্থবেদ,এইবেদ,সেইবেদ যাই বলেন,সবই ভুল । পৃথিবীর শুরু থেকে শেষ
পযন্ত পৃথিবীতে যা যা ঘটেছে এবং ঘটবে সবকিছুর বিষয় এবং সকল সৃষ্টির উৎর্স একমাত্র পাক কোরআনেই নির্ভুল ভাবে উলেখ্য করা
বা আয়াতে তরজমা করা আছে ।জনাব চাঁদগাজী সহ এই ব্লগের আরো যারা ব্লগার আছেন তাদেরকে বলছি যদি আরবী ভাষায়
কোরআন না পড়তে পারেন তাহলে ইংরেজি ও বাংলা সহ বিভিন্ন ভাষায় কোরআন অর্থ ব্যখ্যা সহ পাওয়া যায়,সেগুলো নিয়ে সবাই
পড়ুন আর পাক কোরআনের সূরার আয়াতের অর্থের সাথে পৃৃথিবীর বর্তমান সময় আদি সময় আগামী সময়গুলো একটু ভাবুন আর
দেখুন মিলছে কি না ।না মিললে পরে না হয় কুরআনকে অবিশ্বাস করবেন ।দেখুন কোরআনে আল্লাহু পৃথিবীর অনেক গায়েবি বিষয়
আয়াত রেখেছেন । যা সম্পর্কে একমাত্র আল্লাহু ভালো জানেন।
সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৭