রোগী হিসেবে ডাক্তারের কাছে গেলে বেশীরভাগ ক্ষেত্রেই শান্তনামূলক পরামর্শ পাওয়া যায় না। আজ বিকাল ৩টা থেকেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েছি। কার কাছে যাব, কি চিকিৎসা নিব ভেবে পাচ্ছি না। তাই নেটে সার্স দিলাম এবং মনের মাঝে আতংক আরো বেড়ে গেল। এমতাবস্থায় ব্লগের দারস্থ হলাম।
আমি বিকাল ৩টায় (আনুমানিক) মটর সাইকেল ড্রাইভ করে যাচ্ছিলাম হঠাৎ করেই চোখ অন্ধকার হয়ে গেল এরপর বাম দিকের কিছুই দেখতে পারিনা, ধিরে ধিরে চোখের সামনে যেন ঝিল মিল করতে লাগলো, সামনের ডান দিকটা কিছু কিছু দেখি, খুব অস্বস্থি লাগছিল। পাশে রেল স্টেশনে কিছুক্ষণ বসলাম, ভেবে পাচ্ছি না, কি করব, রেলওয়ে মসজিদে গেলাম, মাথায় পানি দিলাম, মসজিদে শুয়ে থাকলাম ১৫-২০ মিনিট পরে একটু চোখটা পরিস্কার হলো কিন্তু মাথার ঠিক উপরে ব্যথা অনুভব করতে লাগলাম। এমতাবস্থায় বাসায় এসে ঠাণ্ডা পানি খেলাম দুই গ্লাস। এখন পর্যন্ত কেমন জানি অস্বস্থি লাগছে। মাথার উপরে মধ্যখানে ব্যথা করছে, মাথা নাড়া চাড়া করলেই যেন বেশি ব্যথা লাগে।
আমার বয়স- ৩৪+,
অনুগ্রহপূর্বক পরামর্শ দানের জন্য শ্রদ্ধেও ডাক্তারদের দৃষ্টি আকর্ষন করছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




