ভাই আমি আর কি বলব ! নিজের বাঁচার তাগিদে বাজার করতে হয়। এতদিন বাজার করেছি ঠিকই, টাকা গেছে কিন্তু বেগ ভরেনি। চালের বাজারে আগুন, সবজির বাজারে আগুন, মাছের বাজারে আগুন, যে বাজারে যাই সেই বাজারেই আগুন। মহাজনদের একটাই কথা আমাদের কিছু করার নাই, যে হারে সবকিছুর দাম বাড়তেছে।
তো এতদিন বাজারে গিয়ে আমি সাধারণত কোন কিছুর দাম করতাম না। দোকানীকে বলতাম ভাই এটা দেন ওটা দেন, তারপর কত হলো জিজ্ঞেস করে মাথা নিচু করে টাকাটা পরিশোধ করে চলে আসতাম।
গতদিন যে বাজেট নিয়ে বাজারে গেছি, সবজি বাজারে প্রথম যথারিতি আগের মত কয়েক প্রকার সবজি কিনে যখন কত হলো জানলাম তখনতো মাথাটা এলোমেলো হয়ে গেল। আমি তাকে বললাম কি ভাই এত টাকা হলো কি করে ? সে জবাব দিল এখন সব সবজির দাম বাড়ছে, ৫০/-টাকার কমে খুব অল্প সবজিই আছে।
তারপর দেখি সব বাজারেই একই অবস্থা। অসহায় হয়ে কিছু বাজার না করেই চলে এলাম কারণ পকেট ফাকা হয়ে গেছে।
বাসায় এসে সোজা জানিয়ে দিলাম আমি আর বাজার করতে পারব না।
আমার মনে হয় যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করার জন্য বাজার দর বাড়িয়ে দেয়া রাজাকারদের কাজ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




