কৃত্তিম ইট পাথরের দুনিয়া প্রতিদিন কাজ করতে করতে মাঝে মাঝে দুরে কোথাও পালিয়ে যেতে ইচ্ছে হয়। কয়েক দিনের জন্য মোবাইল ফোন বন্ধ করে রাখতে ইচ্ছা হয়। ফোনের যন্ত্রনা এমনই হয়েছে যে অনেক সময় মনে হয় ফোন বাজতেছে, হাতে নিয়ে দেখি কিছু না। পাহাড়ে বেড়াতে যেত আমার খুবই ভালো লাগে, তাই সব সময় ভাবি কবে যাবো পাহাড়ে আহারে......
অনেক দিনের ইচ্ছা জাবেল জাইস দেখতে যাবো। দুবাই থেকে প্রায় ২.৫ ঘন্টার ড্রাইভ। এখানে রাস্তায় ১৪০ কি:মি প্রযন্ত গাড়ী চালানো যায়। তবে ১৪১ হইলেই ২০ হাজার টাকার মতন জরিমানা গুনতে হবে। গত বছর ৩টা স্পিডিং ফাইন দিসিলাম

ডানার স্কুলের ছুটিতে ২ রাত ৩ দিনের একটা স্টেকেসনের পরিকল্পনা করছিলাম আগে থেকেই। তার আগে হাত্তা শহরে ১ রাত থেকে ঘুরে বেড়িয়েছিলাম। তো এবার রাস আল খাইমা যাবো বলে ঠিক করলাম। সাগর পরে হোটেলে থাকবো আর পাহাড়ে ঘুড়তে যাবো।
বুকিং ডট কম থেকে হোটেলের বুকিং দিলাম, Click This Link
* বিএম হোটেলের লং বিচ ক্যাম্পসাইটে তাবুতে থাকার ব্যবস্থা আছে সেখানে ১ রাত।
* আল হামরা দ্বীপে এপাটমেন্ট হোটেলে ১ রাত থাকার জন্য বুক করলাম।
এপাটমেন্ট হোটেলে থাকার মজা হইলো নিজের বাড়ীর মতন করে থাকা যায়। আমরা ১ বেড রুমের এপাটমেন্ট নিয়েছিলাম। হোটেল হোটেল না বরং নিজের বাসায় থাকার মতন লাগছিলো।
আমার পরিকল্পনার কথা শুনে আমার কলিগ রিজু বললো, ভাই রাস আল খাইমা যাবেন, জাবেল জাইসে উঠবেন আর "1484 by puro" রেস্টুরেন্টে খাবেন না তা কি হয়? গুগুলে সার্চ দিয়ে দেখলাম 1484-by-puro রেস্টুরেন্ট ১৪৮৪ মিটার উচুতে অবস্থিত এবং আরব আমিরাতের সবচেয়ে উচুতে অবস্থিত রেস্টুরেন্ট।
রেস্টুরেন্ট সন্ধা ৪.৩০ এ ৩ জনের টেবিল বুক করলাম। ঐখানে গিয়ে সুর্যাস্ত দেখবো বলে।
১৪ ডিসেম্বরে সকালে নাস্তা কইরা ১১টার দিকে রাস আল খাইমার দিকে রওনা দিলাম
আগামী পর্বে রাস আল খাইমা, জাবেল জাইসের এডভেন্চার।
২য় পর্ব :- Click This Link