গতপরশুর পদ্মায় লঞ্চডুবীর ফলে ৭০ জন ডুবে মারা এদের পরনে লাইফ জ্যাকেট থাকলে এভাবে মারা যেতে হতো না...
উন্নত বিশ্বের সব দেশেই নৌযানে যাত্রীদের নিরাপত্তা সবার প্রথমে দেখা যায়.... ঝুকি হিসেবে অনেক সময়ে যাত্রীদের সব সময়েই লাইফ জ্যাকেট পরে থাকতে হয়...
সহজ একটা আইন করা দরকার....
* যারা লঞ্চে পারা পার হবে তাদের অবশ্যই লাইফ জ্যাকেট পরতে হবে ( সবার পরা বাধ্যতামুলক... না পরলে জরিমানার ব্যবস্তা থাকবে.)
* লঞ্চমালিক প্রতি যাত্রির জন্য একটি লাইফ জ্যাকেট দিতে বাধ্য থাকবে...
* যাত্রী যাত্রা শেষে লাইফ জ্যাকেট ফেরত দেবেন... ( চুরি ঠ্যাকানো সমস্যা হবেনা,,,)
লাইফজ্যাকেটের জন্য যাত্রীদের কাছ থেকেই টাকা আদায় করা যাবে... যদি যাত্রী প্রতি ২টা ভাড়া বাড়িয়ে দেয় তবে বাসের ভাড়া বাড়াবেনা... কিন্তু লঞ্চ মালিক লাইফজ্যাকেটের জন্য খরচা তুলে ফেলবে....
* পল্টনেই লঞ্চে উঠার আগে একটি করে লাইফ জ্যাকেট দেওয়া হবে, (প্রথমে অনেক বীর বাঙ্গালী বলবে সাতার জানি তাই পড়তে চাইবেনা... কিন্তু লঞ্চের কতি`পক্ষ বুঝিয়ে বললে কয়েক মাসের মধ্যেই সবাই পরতে শুরু করবে.... )
লাইফ জ্যাকেট বাজারে অবশ্যই কিনতে পাওয়া যায়.... দাম.. ৫/৬ শতটাকা থেকে শুরু
টাইপ ১ গুলি বানানো সহজ এবংঐ গুলির দাম ৩/৪ শত টাকার মধ্যেই হবে..( আমি অনলাইনে দেখেছি)
এই রকমের লাইফ জ্যকেট বানানো খুবই সহজ... আমাদের দেশেই উতপাদন হবে যদি সরকার আইন করে বাধ্যতামুলক করে দেয়...
polyvinyal chloride foam or polyethylene foam দিয়ে আমাদের দেশেও বানানো সম্ভব...
লাইফ জ্যাকেট খুবই দরকারী...
how Life jacket works
পানির বোতল+নেট দিয়ে বানানো লাইফ জ্যাকেট
for Baby>>
সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৩