এই সামুতে মানুষ গোত্রীয় চারজনই ব্লগার ছিল... মানুষ, বিষাক্ত মানুষ, মানবী আর নেই মানুষ। এর মাঝে মানবী তো টপক্লাস ব্লগার যদিও উনারে এলিট বলগার কইতে উনার আপত্তি আছে... উনি কেন জানি ব্ল ছাইড়া দিছেন; আর আছে মানুষ - সে ও এক চিঝ.. হিটের পর হিট পোস্ট.. মাঝে মাঝে জংগী স্টাইলে কবিতা, আর বিষাক্ত মানুষ - পোস্ট দিলেই কমেন্টের ঝড়। এদের মাঝে আমিই মনে হয় মানুষ নামের কলংক । তো কর্তিপক্ষ আর আমি মিল্লা সেই কলংকটারে বেশীদিন ব্লগে পরথম পাতায় থাকতে না দেয়ার ব্যাপারে একমত হইছিলাম
গত বছর জানু'র ৮ তারিখ বান খাইছিলাম.. এই বছর জানুর তের তারিখে ব্লগে ঢুইকা দেখি আরিলের মেইল.. আমারে আবার পরথম পাতায় ছাড়া হইছে... হঠাত একটা আনএক্সপে্টেড মেইল ই বলা যায়...
আরিল লিখছেন যে উনি অলৌকিক হাসানের ব্লগে আামার করা কমেন্ট থিকা জানতে পারছেন যে আমি এখনো ব্লক... তাই উনি তা তুইলা নিছেন..। উনি আরো বলছেন যে জানুয়ারীর ক্যাওটিক সিচুয়েশানে কারা কারা ব্লক হইছে তা সামু অথরিটির কাছে পূর্ণ ডাটা ছিলনা তাই এত দেরী... এইখানে অনেক পশ্ন তুলা যায়.। কিন্তু না তুইলাই আমি খুশীত্ব প্রকাশ করতাছি...
আমি এখনো জানিনা এই জানুয়ারীতে ইস্যুতে আমি কেন কিভাবে জড়াইলাম... মুক্তিযুদ্ব বিষয়ক কোন পোস্টে আমার কোন কমেন্টই ছিলনা কোন কালে, এখনও নাই আমার নতুন নিকে... তারপরো কিভাবে জানি আমি এইসবে জড়ায়া গেলাম...
মনে আচে এটিমের কর্মকান্ডের কথা... খুবই বিরক্ত হইতাম তাদের কাজে..। ভাবতাম জামাতিরা যা করতাছে করুকনা..। তাতে কি ফ্যাক্ট বদলায়া যাইব... কিন্তু আট জানুতে দেখলাম আরিল একজায়গায় কইলেন উনি কে ঠিক বেঠিক তা দেইখা ব্যান মারেন নাই, ব্যান মারছেন কারা উচাটন মন করতাছে তা দেইখা অরথাত কারা ব্লগে অস্হিতিশীলতা তৈরী করতাছে তা দেইখা... ফেয়ার এনাফ আরিল। কিন্তু আমার মেজাজ খারাপ হইল এই ভাইবা যে আমাদের সবকিছু এতই তলায়া গেল যে এখন একজন বাইরের (সরি টু আরিল) মানুষের কাছে আমার দেশের মুক্তিযুদ্ব আমার দেশের ইতিহাস বড় কথা না, বরং বড় কথা হচ্ছে ব্লগের আরাজকতা... ফেয়ার এনাফ। কিন্তু আমার কাছে তো আর ফেয়ার না... তাই বেকুবের মত কিছু ফেলাডিং করলাম... আর ধরা খাইলাম...
সামুতে পয়লা দিনই ঢুইকা বুঝছিলাম সামু আমার লিগা না... এইখানে আমার জমব না... আইজকাও তাই মনে হয়...
সামোয়ার নিয়া একটা সিতিকথা লিখতে বড় ইচ্ছা করতাছে কিন্তু টাইপ করতে ইচ্ছা করতাছে না...
আামর খোজখবর নেয়ার লিগা রাশু বিষু সাইফুর নেমেসিস আর আরো অনেকেরে শুভেচ্ছা... আড় সেই ব্লগ ফেরেন্ডরেও থ্যংস যার কারনে আমি অহনো ব্লগে আছি