ঘুড়ি কৃষ্ণচূড়া আড্ডা ২০২৪
স্থান: রমনা পার্ক
শাহবাগ থেকে হেঁটে রমনা পার্কের দিকে গেলে টেনিস কোর্টের পর প্রথম যে গেট সেই গেট দিয়ে প্রবেশ করলেই আমাদের পাওয়া যাবে।
সময়: বিকাল ৩-৩০
তারিখ: শনিবার, ১১ মে, ২০২৪
...........................................................................
একেবারেই ইন ফর্মাল আড্ডা এটি।
বিকাল ৩-৩০ র পর থেকে আমরা সেখানে থাকবো। যাদের হাতে সময় আছে, যোগ দিতে আগ্রহী তারা আমাদের সাথে যোগ দিতে পারেন।
ঢাকার মধ্যে এই পার্কে অনেক কৃষ্ণচূড়া গাছ রয়েছে। বৈশাখের এই সময়টায় থরে থরে কৃষ্ণচূড়া ফুটে।
আমরা লাল হলুদে মেশানো কৃষ্ণচূড়া ফুল দেখবো। কিছুটা ক্ষণ সবুজে থাকবো। গত কয়েক বছর হলো এই আয়োজনটি আমরা নিয়মিতই করছি। আমরা মনে করি প্রকৃতির কাছে নিয়ম করেই
আমাদের সকলের কিছুটা সময় হলেও থাকা উচিত।
এ ছাড়া আমরা গান গল্প কবিতা নিয়ে কথা বলতে পারি। শুনতে পারি। শিশু নারী নির্যাতন প্রতিরোধ নিয়ে নিজেদের ভাবনা শেয়ার করতে পারি। কিভাবে এর প্রতিকারে যার যার অবস্থান থেকে সক্রিয় হওয়া যায় তা নিয়ে আলাপ হতে পারে।
মোটকথা পূর্ব নির্ধারিত কিছুই নেই। নির্মল আড্ডা। ভারি আলাপ সালাপ হবে না।
হাল্কা চালেই সময় কাটানো। প্রিয় মুখদের সাথে বৈশাখের একটি বিকেল কাটানো, পাশাপাশি চা পান সিঙ্গারা বুট মুড়ি জাতীয় স্ট্রীট ফুড যা থাকবে তা খেতে পারি। কেউ যদি বাসা থেকে কোন আইটেম নিয়ে আসে তবে সেগুলো সাবাড় করতে পারি! এইসব আড্ডায় শামীমা আপা নিয়মিত ২/৩ ধরণের খাবার বানিয়ে আনেন।
প্রকৃতির সঙ্গে
কৃষ্ণচূড়ার সাথে
এবং আমাদের সাথে সময় কাটাতে চাইলে মে'র ১১ তারিখ শনিবার চলে আসুন ঘুড়ির কৃষ্ণচূড়া আড্ডায়!!
❤ ❤
............................................................
Ek Ronga Ek Ghuri :: এক রঙা এক ঘুড়ি
সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০২৪ সকাল ১১:২৯