বেল ফুল এনে দাও চাই না বকুল
চাই না হেনা, আনো আমের মুকুল।
.
এটি আমাদের প্রেমের কবি, দ্রোহের কবি কাজী নজরুল ইসলামের লেখা একটি গানের প্রথম দু লাইন। সেই গানে তিনি পরে বলেছেন গোলাপ বড়ই গরবী ফুল, তার দরকার নেই প্রয়োজনে করবী হলেও হবে।
ফুল নিয়ে নানা আলাপের পরে সব সবশেষে কাজী সাহেব বলছেন,
"চাঁপা এনে দাও, নয় বাঁধব না চুল"
আহা প্রেমিকার কি অভিমান।
কী অশেষ প্রেম।
বেশ কিছু অসাধারণ ফুলেদের সাথে এখানে একমাত্র মুকুল হিসেবে আমের মুকুলের কথা কেন বললেন কবি?
আমের মুকুল ফুলের চেয়েও মোহন, সুন্দর!
তার একটি বিশেষ ঘ্রাণ আছে। সবুজ পাতার মাঝে সোনালী লাল হাল্কা সবুজ আভায় এই মুকুল রঙ ও দ্যুতি ছড়ায়, চোখকে আরাম দেয়। এর ঘ্রাণে বিহবলতা তৈরি হয়।
স্নিগ্ধ প্রকৃতিতে ঝিরিঝিরি ভাব, নরোম রোদ আর বসন্তের মদির হাওয়া— সবমিলিয়ে আমের মুকুল হয়ে ওঠে ফুলের চেয়ে অনিন্দ্য, সুন্দরম।
তাইতো জাতীয় কবির এই গানে অনেক ফুলের সাথে উল্লেখ্য হিসেবে যুক্ত হয়েছে আমের মুকুলের কথা।
আমার কাছেও আমের মুকুল বিশেষ প্রিয়। নগরে খুব বেশি দেখা না গেলেও যেখানে গাছ-গাছালি, সবুজ আছে ফল ফলাদির গাছ আছে সেখানে দেখা মিলবে আমের মুকুলের।
নীলসাধু
পোষ্টের ছবিগুলো নেট থেকে নেয়া।
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০২৪ দুপুর ১২:৫২