এইখানে এই তরুর তলে
তোমার আমার কৌতুহলে,
যে ক’টি দিন কাটিয়ে যাবো প্রিয়ে-
সঙ্গে রবে সুরার পাত্র
অল্প কিছু আহার মাত্র
আরেকখানি ছন্দ মধুর কাব্য হাতে নিয়ে!
....
ওমর খৈয়ামের কবিতার এই অনুবাদ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ।
২০১৭ তে ওমর খৈয়াম বেঁচে থাকলে মুন্নি সাহা তার বুম এগিয়ে ধরে বলতেন, -স্যার আপনার অনুভূতি বলুন !
অবাক হয়ে খৈয়াম বলতেন, কোন অনুভূতি ?!
-এই যে , সুরার পাত্র, ছন্দমধুর কাব্যমাত্র নিয়ে জীবন কাটিয়ে দিতে চেয়েছেন !
- হ্যাঁ, চেয়েছি । এতেই চলে যেত আমার !
-কিন্তু স্যার এটাতো ২০১৭ ! আপনাকে ছেঁড়া দ্বীপে নির্বাসনে পাঠানো হলে সঙ্গে কি নিয়ে যেতে চাইবেন !
-ওমর খৈয়াম এবার উৎফুল্ল হয়ে উঠতেন ! হা হা হা ! বুঝেছি ! আমি শুধু একখানা এন্ড্রয়েড মোবাইলই নিতে চাইতাম
সুরাতো, মায়ানমার থেকে ছেঁড়া দ্বীপেই আসেই ! ফিসফিস করে বলতেন, খৈয়াম
...
শুভেচ্ছা সবাইকে !