নাফে মোহাম্মদ এনাম । এক কালজয়ী, কালজয়ী না শুধু, সকাল-বিকাল, ইহকাল-পরকাল, এমনকি সমকালজয়ী জীবন্ত কিংবদন্তী ব্লগারের নাম । তাঁর পরিচয়ে এইটুকু উল্লেখই যথেষ্ট হবে , যা এই মহাপ্রাণ তাঁর প্রোফাইলে খোদাই করে দিয়েছন-
রহস্য সাহিত্যের বিকাশে নতুনদের প্রতিনিধি...
উফ্ ! মাত্র পাঁচটি শব্দ ! অথচ কি উজ্জ্বল শিখার মতনই না জ্বলজ্বল করে আমাদের জানান দিচ্ছে, জীবন্ত কীংবদন্তী এক মহাপ্রাণের কথা !
বড় আশায়, বড় এই মানুষের ব্লগ বাড়িতে গিয়েছিলাম, একখানা মন্তব্যদানে বর্তে যাবার টানে; কিন্তু -
দুঃখিত, আপনার এখানে মন্তব্য করার অনুমতি নেই ।
লাইনটি আমার হৃদয়কে চৌচির না, চৌ দু গুণে আটচির করে দিলো ।
আমিও দুঃখিত নাফে ভাই ! আপনাতে মন্তব্যদানে ব্যর্থ হয়ে, এ জীবন বড় অর্থহীন, বিষাদী হয়ে উঠলো আজ !