রুখে দাঁড়াব না কেন, যা ইচ্ছা তা-ই করবে!
মনে পড়ে, প্রথম আলোতে সামান্য দু’ লাইনের প্রেস রিলিজ ছাপাতে কতজনের হাতে-পায়ে ধরতে হতো আমাদের! আমরা যারা বন্ধু ছিলাম এবং আমাদের বন্ধুদের যারা চিনতো- তারা সবাই অবিখ্যাত, অকিঞ্চিতকর। আমরা যখন বিখ্যাত হয়ে ওঠার আশা বাদ দিয়ে- টিএসসি’র দেয়ালে বসে আড্ডা দেই, গান গাই- ‘শহরের উষ্ণতম দিনে’ এবং হলুদ পোষ্টার পেপারে লিখি- ‘টিপাইমুখে বাঁধ দেয়া চলবেনা’, তখন, স্বপনের দোকানে চা খেতে খেতে মনে হয়- আজ সবকিছু রুখে দেয়া যায়। আমরা ঘূণ্যাক্ষরেও টের পাইনা- বুকভরা ভালবাসাই সব নয়; স্বোপার্জিত স্বাধীনতা কিংবা অপরাজেয় বাংলাকে দেখে রোজ রাতে বাড়ীতে ফেরাই সব নয়।
ভেবেছিলাম কেউ না আসুক, আমরা যাব; নিজের দেশের মাটিতে দাঁড়িয়ে উদ্ধত এক বিদেশী দূতাবাসের সামনে বুক চিতিয়ে দাঁড়াব। আমার দেশ, আমার মাটির জন্য চিৎকার করব। কার কী!
রাজনীতির অত সাত-পাঁচ মাথায় ছিলনা বলেই নিজের অজান্তে আমরা বিখ্যাত হয়ে ওঠার গর্তখুঁড়ি ভারতীয় দূতাবাসের সামনে। প্রথম আলো চটজলদি আবিষ্কার করে আমাদের দূরভিসন্ধি। আমরা জানতে পারি, সর্বহারার কোনো এক খণ্ডিত-ভগ্নাংশের ভয়াবহ কর্মী আমরা! প্রথম আলো দেশকে বাঁচিয়ে দেয় এ যাত্রা। সাবাস!
প্রথম আলো'র কাছে যা শুধুমাত্র একটি অনুমান, তা হয়তো আমাদের গোটা জীবন।
পুলিশ যখন আমাদের বন্ধুদের রাস্তায় ফেলে লাথি মারছিল, ভ্যানে তুলে নেয়ার আগমূহুর্তেও যখন বার বার ঘুষি মারছিল আমাদের ক্ষত-বিক্ষত মুখে- তখনও মনে হয়েছিল, আমরাই পারি রুখে দিতে। মনে হয়েছিল- রুখে দাঁড়াব না কেন, যা ইচ্ছা তা-ই করবে?
..........................................
নিরপরাধ কিছু প্রতিবাদী তরুণকে বিপদের মুখে ঠেলে দেবার প্রথম আলোর এই রাজনীতিকে আমরা ঘৃণা করি । প্রথম আলোর বিরুদ্ধে তাই আমাদের শপথ :
'প্রথম আলোর তাবৎ ভন্ডামিকে 'না'
'টাকা দিয়ে প্রথম আলোর মতো আবর্জনা না কিনি'
আমরা প্রথম আলোকে 'না' বলছি
বর্ণানুক্রমে
*অন্যরকম
*অপসরা
*অপরিচিত_আবির
*অদ্রোহ
*অমাবশ্যার চাঁদ
*অমাবশ্যার চামচিকা
*অলস ছেলে
*আকাশ অম্বর
*আকাশ_পাগলা
*আমআঁটিরভেঁপু
*আমি ও আমরা
*আবু সালেহ
*আরেফিন জিটি
*আলী আরাফাত শান্ত
*ইশতিয়াক আহমেদ তমাল
*একজন সুখী মানুষ
*একরামুল হক শামীম
*একলব্য১৯৭১
*এখনও বৃষ্টি ভালোবাসি
*এম এস জুলহাস
*এসব কি হচ্ছে !
*ক-খ-গ
*কাপাসিয়া
*কার্ল মার্কস
*কায়েস মাহমুদ
*কিসলু
*কিরিটি রায়
*কৌশিক
*খোলা আকাশ
*গাইতে ভালো লাগে
*ঘনাদা
*ঘাসফুল
*ঘোর-কলিযোগ
*চন্দ্রমানব
*চিটি(হামিদা আখতার)
*জনারন্যে নিসংঙগ পথিক
*জয়সরকার
*জাতেমাতাল
*জেরী
*তানহা তাবাসসুম
*তেলাপোকা
*দেশী পোলা
*ধীবর
*ধ্রুব০০৭
*নদীপথ
*নাজমুল আহমেদ
*নির্ঝর নৈঃশব্দ্য- ২
*নির্ভয় নির্ঝর
*নীল লাল সবুজ
*নুসরাত জাহান যুথি
*নূভান
*পল্লী বাউল
*প্রবাসী মন
*পি মুন্সী
*প্রিয় সখা
*ফারহান দাউদ
*ফারযানা
*ফালতু মিয়া
*ফিফথ্ নিক
*বল বীর
*ব্লগই শেষ ঠিকানা
*বজ্রাহত
*ব্রাইট
*বোনাবেল
*বিদ্রোহী রণ ক্লান্ত
*বিবর্তনবাদী
*ভালো-মানুষ
*ভেবে ভেবে বলি
*ভোরের স্বপন
*মইন
*মগ্নতা
*মতলববাজ
*মনজুরুল হক
*মনির হাসান
*মার্ক জুবায়ের
*মাছিমারা কেরানি
*মানুষ আমি আমার কেন পাখির মত মন?
*মাসুদ রশিদ
*মায়া নেকড়ে
*মেহরাব শাহরিয়ার
*মোস্তাফিজ রিপন
*মিলটন
*মিশু মিলন
*মু.নূরনবী
*মুসান্না গালিব
*যুগান্তকারী
*রন্টি
*মোহাম্মদ হাবিব উল্লাহ
*রণদিপম বসু
*রাজর্ষী
*রিফাত হাসান
*রিমঝিম
*রিয়াজ আহমেদ বাপ্পী
*রিয়াজুল ইসলাম ।
*রুবেল শাহ্
*শওকত
*শয়তান
*শফিউল আলম ইমন
*শাওন৭৯
*শান্তির দেবদূত
*শিপন
*শিবলী
*শূন্য আরণ্যক
*সত্যান্বেষী
*সবাক
*সবুজ সাথী
*সরকার সেলিম
*সমাজ্ঞী
*সমীরণ
*স্বপ্নরাজ
*স্পর্শহীন কিছু
*সাগর ঢাকা
*সাধারণ মানুষ
*সামছা আকিদা জাহান
*সাইফ হাসনাত
*সাঈফ শেরিফ (ইনার বিষয়টি এখনও পরিস্কার না)
*সাব ষ্ট্যান্ডার্ড
*সিদ্ধার্থ আনন্দ
*সীমন্ত ইসলাম
*সীমান্ত ইসলাম
*সৈয়দ নূর কামাল
*সেতু জোহরা
*সোনার বাংলা
*সোহায়লা রিদওয়ান
*সৌম্য
*হাইফেন
* হাসান মাহবুব
*
*
নিকগুলো সংগ্রহ করা হয়েছে,- আমরা বলছি :প্রথম আলোকে 'না' ! আপনি ?
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০০৯ ভোর ৫:৪৯