আমি আজকে আমার এই পোষ্ট দিয়ে অর্ধ শতক পুর্ন করলাম, এই অর্ধ শত উপলক্ষে আপনাদের জন্য একটা ছোট্র উপহার আছে। কিন্তু উপহারের জন্য আপনাকে পোষ্টের শেষ পর্যন্ত যেতে হবে। যাক আজাইরা প্যচাল বাদ দিয়ে, আমার হাফ সেঞ্চুরি এনালাইসিস করে নিই।
কবে কখন ব্লগে এসেছিলাম মনে নেই, নেহাইত কৌতুহল বশত ব্লগে রেজিষ্ট্রেশন করেছিলাম। তার পর দীর্ঘ দিন ব্লগ আমাকে টানতে পারিনি। খুব ছোট্র বেলা থেকে আমার ডাইরি লেখার অভ্যাস ছিল। ব্লগে লেখার আগ পর্যন্ত আমি ডাইরিতে লেখা লেখি করতাম, এটা ছিল আমার শখ গুলোর মধ্যে একটা অন্যতম শখ। কিন্তু ব্লগে যে জিনিসটা বিশেষ ভুমিকা পালন করে সেটা হল সমসাময়িক ভাবনা গুলো সবার সাথে শেয়ার করা যায়, শুধু শেয়ার করাতে থেমে থাকে না, ব্লগারদের নিজদের মতামত দিয়ে সেটাকে আরো প্রানবন্ত করে তোলে, ব্লগের প্রতি আকর্যনের এটাও একটা মুল কারন ছিল।
আর একটা মুল কারন যেটা না বললেই নই সেটা হল সমসাময়িক খবরা খবর খুব তারাতাড়ি জানা যায়। ব্লগে খুব ভাল কিছু লেখক আছে যাদের লেখা পড়ার জন্য ব্লগে সারা ছোটাছুটি করি। কি মনে করে যেন ফেসবুক থেকে বিদায় জানিয়েছিলাম (ফেসবুক বিদায় নিয়ে আমার একটা পোষ্ট আছে ভাল লাগলে দেখতে পারেন শুভ বিদায় ফেসবুক ), তার পর থেকে আমার এই পথ চলা।
সর্বাধিক বার পঠিত এবং কমেন্ট পূর্ণ পোষ্ট ছিল এটা ৪৯ তম পোষ্ট মধ্য রাতে কুইবেক সুন্দরির ডাকে সাড়া না দেওয়ায় গালি দিল ফাক ইউঃ ১৮+ সবারই আসলে নিষিদ্ধ জিনিসের প্রতি আলাদা একটা আকর্ষন থাকে আর এই কারনেই মনে হয় এই পোষ্টটা এত বার পঠিত হয়েছে। তবে পোষ্টের আগে একটা ১৮+ লাগিয়ে দিলেই হল বাকিটা বুইজ্ঝা লন
প্রথম পোষ্ট ছিল তুমি আসবে বলে ৪-৫ মিনিটে কি যানি একটা লিখছিলাম মনে নাই ঠিক মত, তবে আশানুরুপ সাড়া না পাওয়ায় ব্লগ বিরতি চলে।
আমার সেকেন্ড পোষ্ট ছিল কম্পিউটার এবং আমি আমার জীবনে কম্পিউটার নিয়ে। এর পরে অনেক দিন পেরিয়ে এসেছি অনেক পথ পাড়ি দিয়েছি। জীবনে অনেক কিছু ঘটেও গেছে। সব সময় সামু ছিল সাথে সাথে। সামুর ভাল খারাপ দিক বিবেচনা করে ব্লগে ভালই দিন কাটাচ্ছি যানি না কত দিন থাকতে পারব।
আপনাদের হয়ত নজরে আসেনি কিন্তু অনেক লেখা যা আমার কাছে ভাল মনে হয়েছিল তার কিছু লিংক আমি এখানে দিলাম। ভাল লাগলে আরো একবার চোখ বুলিয়ে নিতে পারেন।
আমার কিছু মৌলিক লেখা ১ একটি নিসঙ্গ দুপুরের আলাপন ২ ভালবাসার ধ্রুবতারা
৩ পূরবী একটি কষ্টের নাম
কিছু নিজের লেখা কবিতা
১ আপনাদের জন্য ছোট্র একটা কবিতা, ভাল লাগলে জানাতে ভুলবেন না ২ আমার স্বপ্ন কণ্যা
বন্ধু আর পরিবার হারানোর যন্ত্রনা যে কত কষ্টের সেটা নিজের মধ্যে রাখতে পারিনি, আপনাদের সাথেও শেয়ার করেছিলাম।
১ বন্ধু তোকে মিস করছি খুব ২ প্রথম বিমান ভ্রমনের স্মৃতিঃ কিছুটা সুখ পুরাটায় দুখ
নিজের ভাল লাগা ছোট্র বেলার ছোট্র বেলার একটা অনেক ভাল লাগা কবিতা একটা কবিতা
কিছু ছবি ব্লগ ছিল, যেখানে নিজের তোলা কিছু ভাল ছবি আপনাদের সাথে শেয়ার করেছিলাম।
প্রথম ছবি ব্লগ ছিল এটা আমার প্রথম ফটো ব্লগ দেখতারেন ভাল লাগতে পারে…
আরো কিছু ছবি ব্লগ
১ হাঁসব না কাঁদবো? পৃথিবী কেমন হত যদি ইঞ্জিনিয়ার না থাকত? (কিঞ্চিত ১০+)
২ ফুল নিবেন ফুল
৩ ফুলের জগত--১
৪ আকাশের রং-১ ৫ মন ভাল করা কিছু ছবি, মন ভাল না হলে শেষ ছবিটা অন্তত দেখবেন।
কিছু ভ্রমন নিয়ে লেখা ছিল যদিও সব কিছু আপনাদের সাথে শেয়ার করা হয়নি সময় সল্পতার কারনে।
কিছু লেখা দেখতে পারেনঃ
১ কানাডার পার্লামেন্টে একদিন। ২ কুমিল্লার ময়নামতি-শালবন বিহার নিয়ে আমার ছবি ব্লগ।ভাল লাগবে আশাকরি, ভাল লাগলে জানাতে ভুলবেন না কিন্তু! ৩ আমার ঘোরাঘুরি-২
উপহারঃ এতক্ষন তো কষ্ট করে আমার বকবকানি লেখা গুলা পড়লেন আপনাদের উপহার না দিলে-ত আইজকা মাইর একটাও পিঠে পড়বে না, লন এখন একটা ভাল খবর লন। আমার সাথে এতদিন ছিলে কিন্তু মাগার একটা দিনও কথা কইলেন না। আমার লগে কথা বলার জন্য গুগল নিয়ে এল ফ্রিতে কথা বলার অফার। কে কে আছেন কন কার কার বাবা মা ভাই বোন বন্ধু আমেরিকা কানাডা আছে, জলদি জিমেইলে একটা একাউন্ট খুলেন আর কল দেন সরাসরি মোবাইলে, একদম পানির মত থুক্কু বেশি হয়া গেল।
বিদ্রঃ ছবিটা গুগল মামার কাছ থেকে ধার করা।
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০১০ সকাল ১০:২৬