
কি আজব জায়গায় আইলাম, কিছুই বুঝতারছিনা। ১৫ ঘন্টা হয়ে গেল কিন্তু ইফতারির নাম নাই, অহনো নাকি ঘন্টা খানেক অপেক্ষায়তে হবে। কি যে করি কন-ত দেহি?




আজব ক্যালেন্ডারঃ নর্থ আমেরিকার রোজা ও নামাজের ক্যালেন্ডার পাইলাম, ক্যালেন্ডার দেইখাই-ত পুরা টাশকি খাইলাম। প্রথম সেহেরির শেষ সময় ৪টায় ১৭ আর ইফতারি ৮টায় ৯এ। এত সময় ধরে কেমনে না খায়া থাকা যায় কন-ত দেখি। বাংলাদেশে থাকতে-ত এত বড় রোজা কখনো পাইছি বলে মনে হয় না।





আরোও মজার বেপার শেষ সেহেরির শেষ সময় ৫টায় ৩।
আর সেহেরির শেষ সময় ৭ টা ১৮।




এক দিকে কমে আরেক দিকে বাড়ে কি হইল, আস্তে আস্তে কমে আইল। যাওকগা তাহলে শেষের রোজা গুলা তাহলে ভালই থাকা যাবে।



