তোমার তোমাকে ছুঁতে আমি হন্যে হয়ে ফিরি
এ বিশ্বভুমণ্ডলের কত নির্জন রাতে ,
আমি এখনও কত নক্ষত্রের রাতে
উদ্ভ্রান্ত হয়ে যাই
বেঁচে দেই কত জোছনারাত
আমার বুক চিরে ।
যেভাবে আসলে কাছে আসা যায়
আমি ততটুক কাছে আসি ,
তপ্ত হৃদয়ের নীললোহিত ভালোবাসার
ইশতেহার নিয়ে ।
তোমার দেয়া দুঃখের সমাবেশ
উদ্গরিত কষ্টকে ভালোবেসে
কত বিচিত্র নিঃসঙ্গতার রাত
আমি বিনির্মাণ করি ।
আগুনমুখো নদীর বুক চিরে
যে মাঝি ডুবে যায় গভীর জলে
তার বিশ্বাসের স্রোতে ,
সেভাবে ঠিক আমি ডুবে যাই
তোমার মোহের অসুখে ।
তোমার নিকটে আমি কতবার
পরাজিত হই
কতবার অন্ধকার রাতের গ্লাসে
মুখ ডুবাই ,
তবু এক বিচিত্র ভালোবাসার অসুখে
তোমাকে ভালোবাসার ইশতেহার
বুকে নিয়ে ঘুরি ।
ছবি- ইন্টারনেট
সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪১