শব্দগুলো দুয়েকটা কথা বলে
উথাল পাথাল মেঘের মাঝে হাঁটে,
ভোর দুপুরে বদ্ধ ঘাসবনে ঘুরে
বুকের সারির কথা রাখে নিষেধ ।
নীল পাহাড়ে জমাট জীবন কাঁদে
ডাকপিয়নের প্রবেশ নিষেধ থাকে,
কাশবনের ছায়ার জীবন হৃদমাঝারে
বুকের ভাঁজে জমাট শব্দ এদিক ওদিক ঘুরে ।
দিনের আলোয় নিভু কম্পন
খাতায় পাতায় চোখে মুখে নাকে ,
দমকা হাসি কান্না কথা
সব এক আকাশে এক বাতাসে ওড়ে ।
ছবি- ইন্টারনেট
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০১৫ রাত ৯:২২