3-Iron চলচ্চিত্রটি তিনজন মানুষের তিনটি অবয়বের একটি পরিস্ফুটিত চলচ্চিত্রের প্রকাশ । ২০০৪ সালে মুক্তি পেয়ে থাকে ৮৮ মিনিটের জীবনমুখী এ চলচ্চিত্র । তিনজন মানুষ , তিনটি গল্প কিন্তু একটি বৃত্তেই আবদ্ধ । আমার সাপেক্ষে একজন মানুষের জীবন যেমন একরকম , ঠিক আরেকজন মানুষের সাপেক্ষে আমার জীবন আবার অন্যরকম । আপনার কাছে হয়ত আমার জীবনটা অনেক কম ঝামেলাপূর্ণ । কিন্তু না , ঝামেলাটা বেশিও হতে পারে আমার। যা আপনি খালি চোখে দেখতে পারছেন না । কারণ আমি হাসছি আপনার সামনে , আমি কাঁদছিনা । চারপাশের জগতটা কি আর চাইলেই দেখা যায় ।গভীর থেকে গভীরে ভেতরে মানুষের আরেক ধরণের চোখ থাকে , যাকে আমরা মনের চোখ বলি ।
কোরিয়ান চলচ্চিত্র নির্মাতা কিম কি দুক তার চলচ্চিত্রে জীবন ঘনিষ্ঠতা অনেক বেশি দেখান । মানুষের আবেগ নিয়ে চলচ্চিত্রে খেলা করা এই পরিচালকের এক অনন্য বৈশিষ্ট্য । জীবনটার ভেতরে আরেকটা জীবন থাকতে পারে , সে জীবন হয়ত আনমনে একবার নিজের কষ্টগুলোর উপলব্দিতা ভাবতে শেখায় তাই উপজীব্য হয়ে ওঠে এ নির্মাতার ছবির গল্পে ।
জীবনের আলোক রং সবসময় উজ্জ্বল হয়না । একেকজন মানুষের একেকটা গল্প থাকে । যে গল্পের নায়ক কিংবা নায়িকা সেই ব্যক্তি । যাকে নিজের জীবনের সরল বক্র মুহূর্তগুলো পার করতে হয় । যেখানে জীবনের অভিশপ্ত মুহূর্তগুলো থেকে মানুষ বের হয়ে আসতে চায় । জীবনটাকে সুন্দর করে গোছাতে চায় । পারুক কিংবা না হোক , একবার চেষ্টা করে অনেকেই জীবনটাকে অন্যরকম করতে । সেই জীবনটাতে কিছুক্ষণের ভালোলাগার মুহূর্ত কিছুক্ষণ আন্দোলিত করে , আবার মাঝে মাঝে সেই জীবন কাউকে কাংখিত কোন রুপ দিতে পারেনা ।
গল্পটা যখন মানুষের , তখন সেই গল্প মানুষকে ছুঁয়ে দিবে । ঠিক এরকম একটা মনোভাব যেন নির্মাতা কিম কি দ্যুক মনে করেন । আলো ছায়ার খেলা আছে যেমন ছবিতে , ঠিক তেমনি বিষাদ-ভালোবাসার স্পর্শময় ছোঁয়া আছে । কিছু ভালোবাসা কিছুটা অন্যরকমভাবে ঘুরে , যাকে অনেক আপন মনে হয় কিন্তু কখনো কখনো হয়ত নিজের জীবনের সাথে সম্পূর্ণ সংশ্লিষ্ট করা যায় না । তিনজন মানুষ , কিন্তু একজন নির্যাতিত , একজন ভবঘুরে যে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় থাকে আর আরেকজন সমাজের অবস্থাসম্পূর্ণ ব্যক্তি ।
শহরের রাস্তাগুলোর চমৎকার ব্যবহার , ছবির ফ্রেমে ফুটে আসা মুহূর্তগুলো অনেক বেশি ছবির সাথে ধরে রাখবে । ক্যামেরার মুহূর্তগুলো অনেক বেশি জীবন সংশ্লিষ্ট মনে হয়ে উঠে । সময়টাকে আঁকড়ে ধরে বেঁচে থাকার সুন্দর চেষ্টাগুলো মানুষ কিভাবে করে তা চমৎকার ফুটে উঠে । শহরের বুকে বেঁচে থাকা মানুষগুলোর খণ্ড এক রেখাচিত্র ফুটে ওঠে ।
তিনজন মানুষ একটি চলচ্চিত্র কিন্তু ভিন্ন তাদের গল্প কিন্তু একইসাথে গল্পগুলোর এক অসাধারণ মেলবন্ধনের সমষ্টি । যে চলচ্চিত্র শহরের মানুষগুলোর পাওয়া না পাওয়ার গল্প ।
ডাউনলোড লিংক Click This Link
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৩:৩৩