আমার বৃষ্টির দিনগুলো কেমন ছিল ? আপনার ? কখনো কি বৃষ্টির দিনে খুব ভালোলাগার মত দৃশ্য ঘটেনি আপনার জীবনে ? কাউকে দেখে কি একটু অন্যরকম ভালোলাগা বেড়ে উঠেনি ? কিছুক্ষণ আগে যে অপরিচিত মানুষটা আপনার পাশ দিয়ে হেঁটে গেছে তাকে কি চেনেন ? এই অপরিচিত মানুষটাই কিছুদিন পর হয়ত আপনার ভালোবাসার মানুষটি হয়ে উঠতে পারে । এ মানুষটার প্রতি হয়ত আপনি কিছুদিন পর এক মোহের আবেগে আবিষ্টতা নিয়ে ঘুরতে থাকবেন । প্রথম দেখায় কিছু মানুষের জন্যে অন্যরকম ভালোলাগা কাজ করে থাকে । হয়ত তার চোখ আপনাকে আকৃষ্ট করেছে খুব কিংবা তার সুন্দর মুখ অথবা সুন্দর কথা বা সরলতা আপনাকে মনমুগ্ধ করেছে । প্রতিটা মানুষই ভালোবাসা খোঁজে , সে কোন মুখ খুঁজে নেয় ভালোবাসার জন্যে ।
জাপানিজ চলচ্চিত্র My Rainy Days এ বৃষ্টির দিনগুলোতে ঘটে যাওয়া দুইটি প্রেক্ষাপটকে দুইভাবে উপস্থাপন করেছেন চলচ্চিত্রটির পরিচালক Yuri Kanchiku । এ চলচ্চিত্রটির গল্প তার নিজের লেখা এবং এটি তার পরিচালিত প্রথম চলচ্চিত্র । একজন টিনেজ মেয়ের চঞ্চলতা , সরলতা , ভালোবাসার প্রতি অন্যরকম একটা মোহ ফুটে উঠেছে চলচ্চিত্রের গল্পে । কফিশপে পাশের টেবিলে বসে থাকা মানুষটির ভেতরের গল্প জানা কিংবা তার পারিপার্শ্বিক ব্যাপার কিছুটা ভাবায় মেয়েটাকে । স্কুলের বন্ধুদের নিয়ে সারাক্ষণ মেতে থাকা মেয়েটা এক আবিষ্কার করে সে একজনের প্রেমে পড়েছে । আর সেই প্রেমে পড়ার সূত্রপাত অনেকটা অন্যরকম ভাবে সাজিয়েছে নির্মাতা । মেয়েটি এবং তার সম্ভাব্য প্রেমিক দুইজনের নামের একটি অংশে মিল । তাদের দুইজনের নামের সাথেই Ozawa শব্দটি আছে । আর এই নাম নিয়েই বিভ্রাটের শুরু দিয়েই গল্পের রহস্যতা ভাঙতে থাকে । ভুলবশত তাদের তোলা ছবি বিপরীত ঠিকানায় চলে যায় । আর তখনই টিনেজ মেয়ে Rio Ozawa এর ভালো লেগে যায় Kouki Ozawa কে ।
ছবিতো ভুল ঠিকানায় চলে আসলো , কিন্তু ফেরততো দিতে হবে । আর তা না হলে তাদের পরিচয়টাই বা কিভাবে হবে । আর প্রেম ? স্টুডিও এর সামনে দুইজনের দেখা হয় এবং ছবিও দেয়া । কিন্তু টিনেজ বালিকার যে সেই লোকটিকে ভালো গেছে । তা কিভাবে বলবে ? চলচ্চিত্রের নাম যেহেতু My Rainy Days সেহেতু বৃষ্টিতো থাকবে । আর বৃষ্টি তাদের মধ্যে কথার সূত্রপাত , পরিচয় , প্রেম ঘটায় । দূর থেকে Kouki Ozawa কে দেখেই মেয়েটি তার ছাতা পাশের অপরিচিত একজনকে দিয়ে দেয় । যখন নিজের ফটোগুলো নিয়ে Kouki Ozawa চলে যাচ্ছে ঠিক তখন পিছন থেকে সেই টিনেজের উচ্ছল আবেগী ডাক ।
মেয়েটিঃ আমার ছাতাটি আনতে ভুলে গেছি । আমি কি আপনার সাথে যেতে পারি স্টেশন পর্যন্ত ?
ছেলেঃ হ্যাঁ ।
দুইজনতো একসাথে হাঁটছে , কিন্তু Rio যেখানে হাবুডুবু খাচ্ছে প্রেমে kouki এর সেখানে কথাতো বলতেই হবে । কিন্তু কি নিয়ে কথা বলবে ?
মেয়েটিঃ আপনার উচ্চতা কত ? আপনার রক্তের গ্রুপ কি “বি” পজেটিভ ?
ছেলেটিঃ আমার “ও” পজেটিভ ।
মেয়েটিঃ আমার “এ” পজেটিভ ।
একটা মেয়ে কতটা প্রেমে পড়লে এবং আবেগী হলে তার পছন্দের মানুষের সাথে কথা বলার জন্যে এরকম কথা বলে প্রথম দেখায় । অসম্ভব উচ্ছল এবং আবেগময়তায় ভরা যেখানে মেয়েটি , সেখানে ছেলেটি একদম চুপচাপ ধরণের মানুষ । মেয়েটির বয়স সতের , সেখানে তার পছন্দের মানুষের বয়স ৩৫ । মেয়েটি যেখানে স্কুল ছাত্রী , সেখানে kouki একজন প্রফেসর । যে মেয়েটির আবেগকে কোন পাত্তাই দেয় না । কিন্তু rio যে আসলেই তাকে ভালোবেসে ফেলেছে । তাই যেভাবেই পারে সে প্রফেসরকে চায় ।
rio এর উচ্ছল আবেগ ভালোবাসা চলচ্চিত্রের ১১৯ মিনিট জুড়ে একজন দর্শককে মন্ত্রমুগ্ধের মত ফ্রেমের দিকে টেনে রাখবে । মনে করতে বাধ্য করবে একজন টিনেজ মেয়ে কিভাবে তার থেকে দ্বিগুণ বড় বয়সের একজন মানুষের জন্যে কি রকম ভালোবাসা নিয়ে থাকে নিজের মাঝে । খুব সুন্দর একেকটা দৃশ্যপট চোখের সামনে ভেসে উঠবে ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত এ চলচ্চিত্রের প্রতিটি মুহূর্তে । একবার হয়ত আনমনে তখন দর্শকের মনে তার ভালোবাসার মানুষটির কথা – আবেগ মনে পড়ে যাবে ।
বৃষ্টির মাঝে শুরু হয় চলচ্চিত্রটির গল্প এবং শেষ দৃশ্যে বৃষ্টির উপস্থিতি । কিন্তু এর মাঝে অনেক কিছুই বদলে যায় , অনেক কিছুই আগের মত থাকেনা । বৃষ্টি যেন জীবনের সাথেই মিশে আছে । যার প্রতিটি বিন্দুকণা হয়ত অনেকে গল্পের উৎস । যা আপনাকে ভাবাবে , আপনাকে আপনার পাশে থাকা ভালোবাসার মানুষটার জন্যে আরেকবার । আর তাই My Rainy Days চলচ্চিত্রের নাম ।
সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৩১