আবার অপেক্ষা ,
শহরের রাস্তায় হারিয়ে গেছে সময় ,
পোড়া ডিজেলের গন্ধে পরিচিত হাওয়া
এখন নিকষ কালো ।
রাস্তার পাশে সাদা কাঁচের দেয়ালে
বন্দী রেস্তোরা,
উড়ছেনা এখন জলীয়বাষ্পের
সাদা সাদা ধোঁয়া।
স্থির চোখে দূরে শুধু তাকিয়ে থাকা
দেখি আবছা আলোয় ঝাপসা হচ্ছে
কাছের মানুষ ।
কত দৌড়ে ছোটা সময়ের হাতঘড়ি ধরে
জীবনের রেসে প্রথম হতে ,
তবু দিন শেষে আমরা সবাই
অনেক একা ।
রাস্তায় ব্যস্ত ট্রাফিক সবই চেনা ,
ভিড়ের ভেতর তবু ভেতরটা
অনেক ফাঁকা ।
ব্যস্ত প্ল্যাটফরমে গতির ছুটে চলা
নষ্ট শ্বাস থেমে কাঁদে স্মৃতির পাতায়,
ছুঁয়ে যায় কত রঙা আলো জীবনের পথে
তবু নিঃশ্বাস নেবো আমি কোন চেনা পথের ।
হাতড়ে খুঁজি একটা
পরিচিত আপন মুখের,
কোথাও কি মিলবে
এমন একটা মুখের ।
মৃত বীজ পড়ে রয় ডাস্টবিনের
খোলা ঢাকনায়,
উজ্জ্বল আলোর ভিড়ে
গভীর অন্ধকার ।
শেষ ডায়েরীর পাতায় পড়েনা
কালির আঁচড়,
নিষ্পলক চেয়ে রয় পাতা
অপেক্ষায় লেখক ।
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০১৪ বিকাল ৪:৩১