জলের আস্তরণ বন্ধু মনের ভেতরে
তোর জন্যে কাটছে প্রহর বিকেল আলোতে ,
গভীরে এক মনের শব্দ আওয়াজ করে উঠে
খুঁজতে গিয়ে তোর ছবি মনে ভেসে উঠে ।
দ্বিপ্রহর নাকি এক প্রহর খুঁজছে কেউ বসে
হাওয়ায় উড়ছে রঙিন ঘুড়ি কারো মনের খোঁজে ,
আমি উড়ছি , ঘুরছি ঘোরে স্বপ্ন জালের মোহে
জলের ওপর তোর ছায়া দেখি ভাসে স্রোতে ।
জলতরঙ্গ মনতরঙ্গ মনফড়িংয়ের গল্প
স্রোতের তোড়ে ভাসছে হৃদয় নিয়ে জলের স্পর্শ,
রোদের তাপে পুড়ছে হৃদয় গাঢ় রক্তক্ষরণ
তবু মনের ভেতর তোর ছবি ভাসে সারাক্ষণ ।
হৃদয় কপাট খুলতে গিয়ে দেখি কেউ আছে ধরে
বুকের ভেতর কেঁপে উঠে তোরই ছোঁয়া পেয়ে ,
বৃষ্টি ঝরে গাঢ় বৃষ্টি বুকের ভেতর ধরে
তোরই কথা বাজছে ভেতর, মনের গহীন কোণে ।
মনফড়িংয়ের গল্প উড়ছে, উড়ছি আমি সাথে
বুকের ভেতর গাঢ় একটা মনের দাগ পড়ে ,
বইছি আমি বুকের ভেতর গাঢ় একটা সুখ
সেই সুখে তোর ছায়া পড়ছে সারাক্ষণ ।
হৃদয় ভাসছে আলো জলের গভীর এক মোহে
আমি খুঁজি জলের স্পর্শ তোরই হাত ধরে ,
উড়ছি আমি , ঘুরছি আমি তোর চারিপাশে
তোরই ছবি ভাসছে ভেতর, মনের গহীন কোণে ।
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০১৪ দুপুর ১২:১৯