শত শুন্যতা ঘিরিয়া আছে রাতের তিমির
হৃদপিণ্ড ঘিরে নিকোটিনের উন্মাদ দৌড়ঝাঁপ ,
শহরের অচৈন্তিক মোড়ে আলোকের অপেক্ষায়
ঘুমিয়ে পড়ে সময় ।
বিরহের দাবানলে ঘোর কাটেনা কত রাত
কত হর্ষ ধ্বনি নৈশব্দ গিলে খায় ,
বাদলের দিনের ভেজা হাওয়া
তোমার স্পর্শ খোঁজে ।
শহরে জেগে ওঠা ছোট ছোট টংয়ের দোকানে
চায়ের কাপে চুমুকে
তোমার কথা আসে ,
সব গভীরে জেগে ওঠা কষ্টগুলো মানুষ
কেমন করে লুকায় ?
আমি যেমন নিকোটিনকে ভালোবেসে নিয়েছি
তেমনি হয়ত কেউ আপন করেছে মদের গেলাসটাকে ।
বাদল দিনে সেই রঙিন পানিতে
চাইলে কি সব কষ্টগুলো কাটে ?
একটা –দুটো গল্প শহর জুড়ে না হয় ভিন্নভাবে বাঁচুক
আমার স্পর্শের দেয়ালে তোমার জন্যে না হয়
কবিতা বেঁচে উঠুক ,
সারি সারি গাড়ির শহরে না হয় বাদল দিনের গল্পগুলো
আমার হয়ে থাকুক ।
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০১৪ দুপুর ২:৫৯