পৃথিবী ছিন্নভিন্ন করে হৃদয় চিরে
কতবার সমুদ্রের সাদা ফেনিলের গায়ে ভাসবো ভেবেছি ,
অন্ধকার রাতকে আপন করে
তারায় তারায় উড়িয়ে দিলাম কত শুন্যতা।
সোনালি ডানার চিলে ভর করে কত দেশ ঘোরা হলো
কত বন্দরে নোঙ্গর ফেলা হলো ।
তবু মন সমুদ্র ভালোবাসেনি ,
ডাঙায় যে জমে আছে রক্তের প্রেম ।
শিশিরের শব্দের মতন সমস্ত নক্ষত্র ঘুমিয়ে পড়ে
ভোরের আলোয় জেগে উঠে সমুদ্র সফেন ,
তবু ভোর জাগা পাখিদের রৌদ্র প্রেম
বেঁচে থাকে আমার মনে ।
গভীরে হাওয়ার রাত
জনমানুষ শুন্য চারপাশ ,
গভীরে ঢেউ ওঠা জীবন
তারো আরও গভীরে সমুদ্র ঢেউ।
তবুও মরে যায়নি নাবিক
সমুদ্র পথে আজ বেদুঈন সে ,
যতটা আপন হয়েছে সমুদ্র
তার চেয়েও ঢের বেশি হিংস্র হয়েছে সে ।
ঘাসের শরীর দেখা হয়নি মাটির গন্ধ নেয়া হয়নি
অনেকদিন পরিচিত মানুষের কথা শোনা হয়নি,
তবুও পৃথিবীর কীট হয়ে এখনও সমুদ্র ভালোবাসে
সমুদ্রকে মনে করে তার দ্বিতীয় আবাস ।
উত্তুঙ্গ বাতাস , বুকের ভেতর থেকে বুক বেরিয়ে যেতে চায়
মহাকালের গল্প স্তিমিত হাজার বছরের রাত ডেকে আনে ,
তবু বিরামহীন বিস্তীর্ণ জাহাজের ডানায়
নাবিক উড়িয়ে দেয় সমস্ত ক্লেশ ।
বহুবার ভেবেছি যাওয়া হয়নি
সমুদ্র সফেনে ভাসা হয়নি রাতের ঘোরে ,
ভালোবেসে ফেলেছি ডাঙ্গাকে খুব
আমার রক্তের প্রেম এখানে ।
সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০১৪ সকাল ১০:৫৮