বহুবার এ শীতের শহরে প্রথম কুয়াশা হয়েছে আমার
ম্লান বিকেলে শেষ রোদের আলো ছুঁয়েছে আমার শরীর ,
বিবর্ণ গাত্র ভেঙ্গে চুরে গেছে সময়ের ক্যানভাসে
তবু নিয়মের নিগড়ে আমার ঘর হয়েছে এ অশ্বথ বৃক্ষ লতা ।
শুন্যতা ছুঁয়ে গেছে শেষ বিকেলের পড়ন্ত রোদের মায়ায়
মেঘে ঢাকা তারার গল্প রয়েছে তাও বাকি ,
শিশির ছুঁয়ে গেছে , চুমায়ে গেছে আমায়
পথের ক্লান্তি ভুলে শুকনো পাতাদের সাথে নিশ্চুপে শব্দ করে ।
অনেক রাত কেটেছে গভীরে স্পর্শ করেছে নিগড় সময়
নক্ষত্র ধূলিকণা শিশির রোদ সব চেয়েছি আমি একসাথে,
চার দেয়ালের মাঝে বন্ধী সচ্ছলতার নেই যেখানে সন্ধি
সেখানে পোড়া বিকেলের রোদ মেখেছি আমার প্রতিটি লোমে ।
রক্তের পরম সাগররোল আঁকড়ে ধরেছে মায়া
নিপুণ আবহমান আক্রমণে আমি বারবার পরাজিত হয়েছি,
দূরত্বের অন্তঃস্থলে দু’মেরুর ঠিক মাঝামাঝিতে
আমি আপন হয়েছি খুব একান্তই আমার কাছে ।
গল্প ছিল বিস্তৃত , হৃদয় পোড়াবে আগে থেকে জানা ছিল
তবুও আমি আলোর ছক এঁকেছি নিশিত দিনের বিশ্বাসে ,
সেখানে একটুকু রোদের মায়া পাবো একটুকু গাছের ছায়া পাবো
আবার ঈশান-নৈঋত পরিধির মাঝে লুপ্ত হবো তাও বলা ছিল ।।
বহুবার এ শীতের শহরে প্রথম কুয়াশা হয়েছে আমার
ম্লান বিকেলে শেষ রোদের আলো ছুঁয়েছে আমার শরীর ,
সোনালি খড় হয়ে পুড়েছি খুব বিকেলের রোদে
একটু নির্জনে একটা গাঢ় ঘুমের স্বাদ নেয়ার অপেক্ষায় থেকেছি । ।
সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০১৪ সকাল ১০:৫৯