
হে বৃষ্টি ভেজা মধ্যরাতের আকাশ,
বুকের ভেতর বাড়াও তুমি শুধুই হা-হুতাশ।
তোমার মাঝে চন্দ্র-তারা খুঁজছি নাতো আমি,
ঘণ্টা দু'য়েক ঘুম যে এখন অনেক বেশি দামি।
নির্ঘুম দু'চোখ দিয়ে দেখছি তবু তোমায়,
ঘুম আছে কোন কল্পলোকে বলবে কি আমায়???
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:১৭