সব সময় ই চিন্তা করছি যে আরেকজনের যে কাজটিতে মন্তব্য করব সেই কাজ আগে নিজে না করে মন্তব্য করব না। কিন্তু এইবার আর পারলাম না। সামু তে যেইসব ব্লগার এইবারের সেরা দশ হয়েছেন তাদের প্রথম ৯ জন কে অভিনন্দন। শেষের জন? আগে জেনে নেই ১০ জন কারা --
১।ইমন জুবায়ের
২।মাহমুদুল হাসান কায়রো
৩।ফিউশন ফাইভ
৪।আলিম আল রাজি
৫।জাহাজী পোলা
৬।শায়মা
৭।রেজোয়ানা
৮।আরিয়ানা
৯।ডিস্কো বান্দর
১০। আসিফ মহিউদ্দীন
এখন আমার কথা--হাসান মাহবুব নামটি থাকা উচিত ছিল ।জিকসেস ও নাই । আঙ্গিক বিশ্লেষণে মাহমুদুল হাসান কায়রো লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশীদের মানবেতর জীবনযাপন নিয়ে নিয়মিত আপডেটের জন্য কতৃপক্ষ তাকে মনোনীত করেন ।এছাড়া রম্য হলে দুর্্যোধন থাকা উচিত ছিল । টেকি , রম্য দুইটাতেয় নাফিস ইফতেখার অতুলনীয়,ওনার পোষ্ট ড্রাফট করার কারণেই বাদ পড়ল কিনা কে জানে ।এই নিয়ে আমার মাথা ব্যাথা নেই ,কারণ নাম ঘোষণার পর ওনার নাম শুনেও বহু হাত তালি পড়েছিল। কিন্তু আসিফ মহিউদ্দীন নামটি কি শুধুই কনফিউসন সৃষ্টি করে না?আসিফ মহিউদ্দীনের আজকের ফেসবুক স্ট্যাটাস-
''সামহোয়্যারইনব্লগ বাঙলা ব্লগ দিবসে তার সেরা দশজন ব্লগারের নাম ঘোষনা দিয়েছে। খুবই আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম, সেই ব্লগারদের ভেতরে আমার নামখানাও আছে।
এটা একেবারেই অপ্রত্যাশিত এবং আজব এক ঘটনা। আমার মত অতিমাত্রায় বিতর্কিত, মারকুটে নাস্তিক এবং ব্লগ জুড়ে তান্ডব সৃষ্টিকারী ব্লগারের নাম সেরা ব্লগারদের তালিকায় কিভাবে যায়?
সামহোয়্যার কর্তৃপক্ষ সবসময়ই আমার বিরুদ্ধে ব্যাবস্থা নিতে দ্বিতীয়বার ভাবে নাই। আমার বিরুদ্ধে প্রতিদিন আন্দোলন হয়, প্রতি সপ্তাহেই আমার বিরুদ্ধে দশবারটা পোস্ট আসে। গালাগালি করে, ব্যাক্তিগত আক্রমন করে। আমাকে একবার ব্যান করার পরে ছাগু শিবিরে মিষ্টি বিতরণ হয়েছিল বলেও শুনেছি।
সম্মান পাইতে যদিও খারাপ লাগে না, তবে আমি মনে করি ব্লগারদের ভেতরে এই ধরণের সেরা, উৎকৃষ্ট, নিকৃষ্ট, উঁচা নিচা, এলিট, গরীব, সিনিয়র, জুনিয়র টাইপ বিভাজন একধরণের নাকউঁচা ব্লগার সৃষ্টি করবে, নিজেদের এলিট ভাবতে শিখাবে। ব্লগিং বিষয়টাই হইলো সরাসরি পাঠকের কাছাকাছি যাওয়া, মিথস্ক্রিয়ায় অংশ নেয়া। সংবাদপত্রের মত এইখানেও যদি কিছু কিছু এলিট সাংবাদিক তৈরি হয়, নিজেদের যদি তারাও একটা কিছু মনে করা শুরু করে এবং ধীরে ধীরে কিছু ভক্তবৃন্দ নিয়ে একটা বদ্ধ পরিবেশ সৃষ্টি করে, সেটা ব্লগিং-এর মূল চেতনার সাথেই সাংঘর্ষিক।
বাঙলা ব্লগিং-এর জয় হোক, মুক্তচিন্তার বিকাশ ঘটুক। বাক-স্বাধীনতার এই চর্চায় আমরাও আমাদের অবস্থান সুদৃঢ় করি। কিন্তু সেটা হতে গিয়ে যেন গ্রুপিং, দলাদলি, আর ব্যাক্তিপুজায় মত্ত না হয়ে উঠি''
বিবেচনা আপনার । সামু কর্তৃপক্ষের কাছে একটাই কথা বলব -- এর থেকেও ভালো দশ আপনারা তৈরি করতে পারতেন ।আর যেসব ক্রাইটেরিয়া থেকে আপনারা সেরা দশ নির্বাচন করেছেন ঐটা বিশ্লেষণ করে একটা পোস্টও সামু কর্তৃপক্ষের দেয়া উচিত। আপনাদের সেরা দশ নির্বাচনে অনেকে লেখার মনোবল হারিয়ে ফেলবে ।
এটা সত্যিকারের লিস্ট হলে বলবো এই লিস্টের পাঁচ জন এই খেতাবধারী হওয়ার যোগ্যতা রাখে।স্যাটায়ারকে ভিত্তি বিবেচনা করলে এই লিস্ট থেকে দুইজনের নাম আসে। সে হিসেবে দূর্যোধন এই লিস্টে থাকার যোগ্যতা রাখেন।
কে জানি বলছিল--আমার ক্ষমা চাওয়ার অভ্যাস খুব বেশি,তাই কারো মনে কষ্ট দিয়ে থাকলে অত্যন্ত দুঃখীত ।
সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০১১ রাত ৩:২৬