চীন আমাদের দেশকে ৩টি হাসপাতাল উপহার দিতে যাচ্ছে। অথচ এই হাসপাতালের দাবিদার এখন দেশের প্রায় প্রতিটি এলাকা! সামাজিক মাধ্যমে প্রতিটি অঞ্চল থেকেই মানুষ বলছে—“এই হাসপাতাল আমাদের এলাকায় হওয়া উচিত!”
তবে ভাবতে অবাক লাগে—স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও, আজও আমরা দেশে একটি পূর্ণাঙ্গ সুপার স্পেশালাইজড হাসপাতাল কার্যকরভাবে চালু করতে পারিনি। এই দীর্ঘ সময়েও এমন কোনো স্বাস্থ্যসেবা কাঠামো গড়ে তোলা হয়নি, যা দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষকে উন্নত চিকিৎসা সেবা দিতে পারে।
বিশেষ করে গত ১৭ বছর ধরে দেশের স্বাস্থ্যব্যবস্থাকে এমনভাবে অকার্যকর করে রাখা হয়েছে, যেন সাধারণ মানুষ বাধ্য হয়েই পাশের দেশ ভারতের দিকে ছুটে যায় চিকিৎসার জন্য। এটা শুধু জাতীয় সক্ষমতার ব্যর্থতা নয়, বরং দেশের মানুষের প্রতি এক ধরনের অবিচারও।
চীন হাসপাতাল দিবেই, সেটি নিয়ে বিতর্ক নয়। কিন্তু এখন আমাদের মূল দাবি হওয়া উচিত—দেশে পর্যাপ্ত সুপার স্পেশালাইজড হাসপাতাল স্থাপন করা হোক। যেন কোনো রোগ হলেই সবাইকে ঢাকা কিংবা বিদেশের দিকে ছুটতে না হয়। দেশের প্রতিটি বিভাগের, বিশেষ করে মফস্বল ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছাকাছি এমন উন্নত চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে হবে।
এই দাবিটা এখনই তুলতে হবে। চীন একটি দিচ্ছে, সরকার যেন আরও দশটি করে। দেশের মানুষের চিকিৎসার জন্য হাত পাততে না হয়, সেটাই হোক আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা।