জানো? তোমার আর আমার এই অসীম দূরত্বের মাঝে – হঠাৎ-ই
মনের মধ্যে কখনও এক আলোকচ্ছটা খেলা করে যায়।
এই আলো -
সে এখনও আমার দেহের গন্ডি ছেড়ে
ছড়িয়ে পড়েনি এই মহাবিশ্বে।
যদিও সেই আলোতে-
আমি অদ্ভুত সব স্বপ্ন দেখতে পাই।
দেখতে পাই এক মহান উজ্জ্বলতা।
সেই জ্যোতি সবার কাছ থেকে ধেয়ে আসে আমার দিকে।
আমি একাত্ম হয়ে যাই।
আমার তখন বড় ভালো লাগে।
এখনে কি এখন দিন?
নাকি রাত?
বোঝা যায় না।
এখানে অন্ধকার নাই অথবা আলোর বর্ণিল ছটা – বরং ভোর;
অন্ধকার গহ্বরের দ্বারপ্রান্তে যেন দাঁড়িয়ে আছি।
আর এই অসীম দূরত্বের মাঝে ছড়িয়ে আছে গোধূলির অনিশ্চয়তা।
সন্ধ্যার নামার সাথে সাথে সকল সান্ত্বনা ফিরে ফিরে আসে।
আমার দৃষ্ট ক্ষীণ হয়ে আসে এই জমাট ছায়াতলে।
আমার তখন বড় ভালো লাগে।
এই জমাট বাঁধা অন্ধকারে।
আচ্ছা, তুমি অন্ধকার বোঝো তো?
আমার অন্যান্য কবিতাঃ
১) ঘুণপ্রলাপ
২) আমার আজ আর ফেরা হবে না
৩) মুর্খের আত্মপোলব্ধি
৪)মরীচিকায় কানামাছি
৫)ঈশ্বরের কাছে এক দিনের জন্য মৃত্যু দাবী করেছিল তরুণ এক কবি
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩৬