
ছোট বোন অনেক বলেছিল ভইয়া চল না একদিন কোথাও ঘুরে আসি । ৭ বছর ধরে চাকরির ব্যস্ততায় ছোটবোন কে একদিনও টাইম দিতে পারিনি । গত বছর আমার ছোটবোন এক্সিডেন্টএ মারা যায় । হঠাৎএকদিন হিসাব করলাম অন্তত একদিন অফিসে না গেলে কি কি ক্ষতি হত । হৃদয়ে শূন্যতার হাহাকার ছাড়া আর কিছুই পেলাম না ।
জীবনের সময় কমে আসছে দায়িত্ব প্রতিশ্রূতি বেড়ে চলছে । নতুন নতুন পরিকল্পনা আসছে ।
শুধুমাত্র আর্থিক মূল্যই সময়কে পরিপূর্ণতা দিতে পারেনা ।
আমি পেটের অসুখের ভয়ে তালের পিঠা খইনা । কিন্তু এমও হতে পারে একিদন তালের গাছের নিচ দিয়ে হাটার সময় মাথায় তাল পড়ে আমি মরা যেতে পারি ।
তাই সংকোচ না করে মাঝেমাঝে আপনার মন যা চাই তাই করুন যেটা করা উচিত সেটা না । সবক্ষেত্রে যুক্তি দিয়ে চললে হয়তো জীবন পরিপূর্ণ হবেন কিন্তু জীবনটাকে পরিপূর্ণ উপভোগ করতে পারবেন না।
জীবনে হযতো যা চাব তারসব পাবনা কিন্তু যেটুকো পাব তা নিয়েই মাতামাতি করতে ক্ষতি কি?
জীবন কোন দৌড় প্রতিযোগিতা নয় । সবকিছু গুছিয়ে নিয়ে ধীরে ধীরে এগিয়ে যান । জয় সুনিশ্চিত । আর খারাপ কিছু আসলে সেটাকে অনাকাঙ্খিত পুরুস্কার , মূল্যহীন ভেবে দুরে ছুড়ে ফেলেদিন । দেখবেনএর জন্য মনে কষ্ট আসবেনা ।
খেলা শেস হবার পর মাঠে উপম্থিত হলে মনের অবস্থা যেমন হবে তেমনি জীবনের সময় চলে গেলে আর কিছুই করার থাকবেনা ।
সর্বশেষ এডিট : ০৬ ই জুন, ২০১২ রাত ১১:৪৮