পৃথিবীর সবথেকে সমৃদ্ধ বিশ্বকোষ উইকিপিডিয়ার মোবাইল সংস্করণ চালু করা হয়েছে। মোবাইল সংস্করণের ঠিকানা হল
http://mobile.wikipedia.org/ । জুলাই মাসের আগ পর্যন্ত এটির বেটা সংস্করণ পাওয়া গেলেও গত সাত মাসের আলফা-বেটা পর্যায়ের বিভিন্ন ধরনের পরীক্ষা নিরিক্ষার পর সম্প্রতি এটির একটি পূর্ণাঙ্গ সংস্করণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। এখন প্রাথমিক ভাবে কেবলমাত্র রiPhone, Kindle, Android, and Palm Pre ডিভাইসগুলি থেকে ব্যবহার করা যাচ্ছে। এই ডিভাইসগুলি থেকে উইপিকিডিয়াতে কিছু খোজা হলে বা উইকিপিডিয়ার কোন লিংক ওপেন করা হলে ওয়েবের মূল উইকিপিডিয়ার পরিবর্তে মোবাইল সংস্করণের সার্ভার থেকে তথ্য দেখাবে। তবে সেখানে "View this page on main Wikipedia " নামের একটি অপশন রাখ হয়েছে, যেটি ব্যবহার করে ওয়েবের মূল সংস্করণটি দেখা যায়। এই ডিভাইসগুলিতে এটি ঠিকভাবে কাজ করলে অন্যান্য ধরনের মোবাইলগুলির জন্যও এই সুবিধাটি চালু করা হবে। যেহেতু এটি একটি নতুন প্রযুক্তি তাই পরীক্ষার মাধ্যমে সঠিকভাবে কাজটি সম্পন্ন করতে চাইছেন এটির ডেভলপাররা।
প্রথমিক অবস্থায় এখানে সকল ভাষার উইকিপিডিয়ার সব নিবন্ধ এখনই পাওয়া যাচ্ছে না । ইংরেজী ও জার্মান ভাষার মোট ১,৮০,০০,০০০ টি নিবন্ধ যুক্ত করা হয়েছে। অন্যান্য যে যে ভাষার নিবন্ধ সংযোজনের কাজ চলছে সেগুলি হল স্প্যানিশ, ফ্রেঞ্চ, জাপানী,পোলিশ ,পর্তুগিজ ইত্যদি। সেইসাথে অন্যন্য ভাষার নিবন্ধগুলি রুপান্তরের কাজ চলছে।
এই সংস্করণটি ক্রমেই জনপ্রিয় হচ্ছে গত এক সপ্তাহে গড়ে ২০ লক্ষেরও বেশী বার করে খোলা হচ্ছে সাইটটি। উইকিপিডিয়ায় প্রথমবারের মত রুবি প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে এই মোবাইল সংস্করণটি তৈরী করা হয়েছে। এটি তৈরী করতে কি কি প্রোগ্রামিং ভাষা , সফটওয়্যার বা টুল ব্যবহার করা হয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানা যাবে
http://wikitech.wikimedia.org/view/Mobile ওয়েব সাইট থেকে।.
সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:২৩