মানুষের জীবন বোধহয় ভুল হয়ে গেল-
মানুষ না হয়ে তোর নাকের ডগায় জমে ওঠা
একফোঁটা ঘাম হতাম যদি!
কিংবা ধর্-
তোর হাতের একমুঠো নীল চুড়ি।
অথবা
হতাম যদি-
তোর সবুজ করতলে ফুঁটে থাকা বকুলমালা।
কিংবা চোখ থেকে ছলকে পরা খানিক জল
বা হতাম যদি বুকের সাথে লেপটে থাকা সিন্ধ অন্তর্বাস !
মানুষের জীবনে বোধহয় ভুল হয়ে গেল
যদি হতাম তোর ছোট্ট নাকফুল । সবুজ শাড়ি।
কাজল চোখ। অমল অধর। নীল চুড়ি। লাল মলাটের বই।
মানুষের জীবন বোধহয় ভুল হয়ে গেল
মানুষ না হয়ে হতাম যদি -
তোর ঘাম
স্নিগ্ধ অন্তর্বাস
নীল চুড়ি
লাল মলাটের বই
অথবা বকুল মালা।
মানুষের জীবন বোধহয় ভুল হয়ে গেল!