প্রবাসী নাতাসার বঞ্চনার ডায়েরি
অর্থের অভাবে মেয়েটাকে অর্ধ ভুক্ত থাকতে হয়েছে ভার্সিটি জীবনে।
চিরাচরিত ভাবে তার বিয়ের কেউ খোঁজ করবে না তা সে ভালো করেই জানে।
যে বিয়েই আসুক না কেন তাদের পরিবারে কোনও খোঁজ খবর নেয়া হয় না।
একজন পুরুষ হ্যাঁ করলেই তার গলায় ঝুলিয়ে দিয়ে বোঝা নামায়।
নাতাসার বেলায়ও তাই হোল । পাত্রের কোনও খোঁজ খবর না নিয়েই তার জীবনের বিয়ে নামক গুরুত্ব পুর্ন ধাপ টি সমাধা করতে হোল ।
তারপর?
খারাপ হতে পারে ,খুনি ,পাগল,মদ্যপ বা ড্রাগে আসক্ত , সে ব্যাপারে কোনও খোঁজ না নিলেও নাতাসার চাকুরী পাওয়ার খবরে তারা খুব খুশি হয় ।
কেন ?
কারন টাকা। তার বেতনের উপর লোভ । শুধু নাতাসার টাকার উপর দৃষ্টিই শুধু নয় । তাকে বাবার সম্পত্তি থেকে বঞ্চিত করার ব্যাপারটাও তারা মিথ্যা দিয়ে নিয়ে নাই ।
অথচো তারা ধনী পরিবার।
ভাই এর বিয়ে হয় , সেই বউ বাবার বাড়ি থেকে অনেক সম্পত্তি নিয়ে আসে। মার খুশি ধরেনা।
কিন্তু নাতাসা ?
তার কাছ থেকে সম্পত্তি কেড়ে নাই মা, তাও আবার চুপিসারে।
কারন কি আজও বুঝে উঠতে পারে না । প্রবাসী নাতাসা এখন মার কাছে পরিত্যাক্ত সন্তান ।
কাকে বিশ্বাস করবে নাতাসা?
সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০২৫ রাত ২:০০