বিশ্ববিদ্যালয় র্যাংকিং চিরকালই একটা বিতর্কিত বিষয়। এবং পছন্দ না হলে গালি গালাজ মাটীতে পড়ে না।
যাই হোক এই র্যাংকিং এ তথ্য নেয়া হয়েছেঃ বিভিন্ন উচ্চশিক্ষা সংক্রান্ত গ্রুপ, চাকুরী দাতা প্রতিষ্ঠান, উইকিপিডিয়া এবং ফেসবুকের কিছু জনমত জরিপের।
প্যারামিটারঃ আন্তর্জাতিক এক্সপোজার, দেশীয় ও আন্তর্জাতিক বাজারে চাকুরীর সুযোগ, উচ্চমাধ্যমিক পাশ করা শিক্ষার্থীদের কাছে জনপ্রিয়তা এবং শিক্ষার্থী সংখ্যা ( এটা প্যারামিটার না, তবে ভোটে প্রভাব খাটিয়েছে) যেহেতু প্রতিটি বিষয়ভিত্তিক র্যাংকিং করা যায়নি তাই সমস্যার সৃষ্টি হতে পারে। দেশের শিক্ষার্থীদের কাজে লাগবে ভেবেই ব্লগে দেয়া। র্যাংকিং মূলত বিজ্ঞানের শিক্ষার্থীদের কাজে লাগবে আর মেডিক্যাল শিক্ষাকে বিবেচনায় নেয়া হয়নি।
বিঃদ্রঃ বাম পাশের সংখ্যা বিশ্ববিদ্যালয়ের ক্রম আর ডানপাশের সংখ্যা প্রাপ্ত নম্বর নির্দেশ করে
১ Bangladesh University of Engineering and Technology (১০০)
২ University of Dhaka (৯৯)
৩ Islamic University of Technology (৭১)
৪ Khulna University of Engineering and Technology(৬৪)
৫ Rajshahi University Of Engineering And Technology(৬৩)
৬ Ahsanullah University of Science & Technology (৬২)
৭ Shahjalal University of Science and Technology (৬১)
৭ Chittagong University of Engineering & Technology (৬১)
৯ American International University-Bangladesh (৫৫)
১০ Military Institute of Science and Technology (৪০)
১১ North South University (৩৯)
১২ University of Chittagong (৩৮)
১৩ Jahangirnagar University (৩৭)
১৪ International Islamic University Chittagong (৩৫)
১৫ Mawlana Bhashani Science and Technology University (৩৪)
১৬ The University of Asia Pacific (৩১)
১৭ Khulna University (৩০)
১৮ East West University (২৯)
১৯ BRAC University (২৮)
২০ Jagannath University (২০)
এরপরে আর মার্ক দেয়া হল না।
২১ Stamford University, Bangladesh
২২ Rajshahi University
২৩ Atish Dipankar University of Science and Technology
২৪ University Of Development Alternative (UODA)
২৫ Sher-e-Bangla Agricultural University
২৬ Independent University, Bangladesh (IUB)
২৭ University of Science & Technology Chittagong
২৮ National University of Bangladesh
২৯Premier University, Chittagong
৩০ United International University
৩১ Noakhali Science and Technology University
৩২ IUBAT-International University of Business Agriculture and Technology
৩৩ Hajee Mohammad Danesh Science & Technology University
৩৪ University of Liberal Arts Bangladesh (ULAB)
৩৫ Primeasia University, Dhaka, Bangladesh.
৩৬ Pabna University of Science and Technology
৩৭ State University of Bangladesh
৩৮ Southeast University
৩৯ Jessore Science and Technology University
৪০ Islamic University, Kushtia, Bangladesh
অন্যান্য (৪০-৫০)
Uttara University
Shanto Mariam University of Creative Technology
Patuakhali Science and Technology University
Northern University Bangladesh ( NUB)
Manarat International University
Jatiya Kabi Kazi Nazrul Islam University
IBAIS University
Eastern University, Bangladesh
Dhaka University of Engineering & Technology, Gazipur
Daffodil International University
Bangladesh University of Professionals
Bangladesh University
Asian University for Women
শেষকথাঃ এখনো দেশের সকল শ্রেণির লোকের মধ্যে প্রথম পছন্দে এগিয়ে পাবলিক ভার্সিটীগুলো। তবে অবস্থাসম্পন্ন পরিবারের কারো কারো কাছে পছন্দের তালিকায় ধীরে ধীরে উঠে আসছে প্রাইভেট ভার্সিটী। আর একটা বড় সংখ্যক প্রাইভেট ও পাবলিক ভার্সিটিই শিক্ষার্থীদের আস্থা অর্জনে ব্যর্থ। চাকুরির বাজারেও তেমন কোন প্রভাব নেই এদের। তাই বুঝ শুনে ভর্তি হওয়া বাঞ্চনীয়।
কারো কোন বিকল্প মতামত থাকলে তা গ্রহণযোগ্য।