সকালে উঠেই মন ভাল হয়ে গেলো।
নেটে ঘুরতে ঘুরতে হঠাত এক অহীর দেখা পেলাম। দেখে আমার মনটা বেচইন হয়ে গেলো। খুজে পেলাম তার সংশ্লিষ্ট জিবরিল ফিরিশতাটাকে। কি ছিলো সেই অহীতে??
দেখুনঃ
উনারা অহী নাজেল করবেন নাতো কে করবেন বলুন??? উনাদেরই তো সময়!!
যাই হোক হঠাত দেখিঃ
আমি বুঝলাম না। ছাত্রলীগ একটা ছাত্র সংগঠন ,এটা নানা রকম ভালো মন্দ কাজে জড়িত থাকতে পারে কিন্তু কর্মসংস্থানের উৎস কেমনে হয়?? আর যদি হয়ও (মানে বোঝেন তো??) সেটা প্রকাশ্যে বলা কি বুদ্ধিমানের কাজ??
ভাবলাম এটা হয়তো এন্টি ছাত্রলীগ কারো কাজ কিন্তু নেত্রীর সাথে ছবিতো আছে। তাছাড়া ১ম ছবির সাথে কমেন্ট পড়ে নিশ্চিত হলাম।
কি বলবেন বলুন, কিছু বলার আছে ??
সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০১২ সকাল ৮:৪৯