প্রথমেই বলে নিই ১ম আলো ও তাদের সাথে একই গ্রুপের মালিকানাধীন কয়েকটী দেশ বরেণ্য প্রতিষ্ঠান এর নাম।
১ প্রথম আলো
২। Daily Star
৩.এবিসি রেডিও
৪ এস কে এফ (ওষুধ কোম্পানী)
৫ Bangladesh Lamps Ltd
৬ Transcom Beverages Limited
এবং আরো অনেকগুলো।
হঠাত করে তাদের মনে হল শিশুদেরকে বদলে দিতে হবে তাই ফ্রি গ্লুকোজ খাওয়াবে

বরিশালে শিক্ষার্থীদের মাঝে মেয়াদোত্তীর্ণ গ্লুকোন-ডি বিতরণ : ট্রান্সকমের গাড়ি ভাংচুর
সংক্ষেপেঃ নগরীর একটি কিন্ডার গার্টেনে ক্যাম্পেইনের নামে শিশু শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ও অভিভাবকদের কাছে হ্রাসকৃত মূল্যে মেয়াদোত্তীর্ণ গ্লু-কোন ডি বিক্রি করেছে ট্রান্সকম ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। ক্ষুব্ধ অভিভাবকরা ট্রান্সকমের পণ্যবাহী গাড়িটি ভাংচুরের পাশাপাশি চালক আমিরকে মারধর করে। এ সময় মেয়াদোত্তীর্ণ গ্লু-কোন ডি ছুড়ে মারা হয় ট্রান্সকম কোম্পানির প্রতিনিধিদের গায়ে। গতকাল বগুড়া রোডের মল্লিকা কিন্ডার গার্টেন ক্যাম্পাসে কোমলমতি শিশুদের মাঝে মেয়াদোত্তীর্ণ গ্লুকোজ বিতরণে তীব্র ক্ষোভ বিরাজ করছে জনমনে। কোতোয়ালি থানা পুলিশ পণ্যবাহী গাড়িটি আটক করেছে।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য আবুয়াল মামুন সাংবাদিকদের বলেন, ট্রান্সকম গ্রুপ যে পণ্য শিশু শিক্ষার্থীদের মধ্যে বিতরণ তা করছিল অত্যন্ত নিম্নমানের এবং মেয়াদোত্তীর্ণ। এটা খেলে শিশুরা অসুস্থ হয়ে পড়ত। বিষয়টি জানতে পেরে তাদের ক্যাম্পাস থেকে বের করে দেয়া হয়।
তবে ট্রান্সকম ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের বরিশালের শাখা প্রধান খন্দকার মেরাজুর রহমান সাংবাদিকদের বলেন, প্রতিটি পণ্যের এখনও ১ মাস ১২ দিন মেয়াদ রয়েছে। এরপরও প্রধান শিক্ষিকার নির্দেশে ওই পণ্য বিতরণ বন্ধ রাখা হয়। এ ছাড়া যারা ক্রয় করেছিল তাদের টাকা ফেরত দেয়ার পরও তাদের গাড়ি ভাংচুর করা হয়।
=================
এতবড় প্রতিষ্ঠান এর এটা নিরীহ ভুল মানা যায় না। আর দেশের পাব্লিক গাজা খায় না যে, মেয়াদ থাকার পরেও ভাংচুর করবে।স্মরণ করুন,'বাংগালী মাগনা পেলে সাদা পাঞ্জাবীর পকেটে আলকাতরা নিতে পারে '


এ জগতে হায় সেই বেশী চায় যার আছে ভুরি ভুরি


প্রথমেই বলে নিই ১ম আলো ও তাদের সাথে একই গ্রুপের মালিকানাধীন কয়েকটী দেশ বরেণ্য প্রতিষ্ঠান এর নাম।
১ প্রথম আলো
২। Daily Star
৩.এবিসি রেডিও
৪ এস কে এফ (ওষুধ কোম্পানী)
৫ Bangladesh Lamps Ltd
৬ Transcom Beverages Limited
এবগ্ন আরো অনেকগুলো।
হঠাত করে তাদের মনে হল শিশুদেরকে বদলে দিতে হবে তাই ফ্রি গ্লুকোজ খাওয়াবে। কিন্তু এক ঢিলে দুই পাখি মারা যাকে বলে আরকি। বিক্রিও বাড়াবেন তাও আবার ...
বরিশালে শিক্ষার্থীদের মাঝে মেয়াদোত্তীর্ণ গ্লুকোন-ডি বিতরণ : ট্রান্সকমের গাড়ি ভাংচুর
সংক্ষেপেঃ নগরীর একটি কিন্ডার গার্টেনে ক্যাম্পেইনের নামে শিশু শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ও অভিভাবকদের কাছে হ্রাসকৃত মূল্যে মেয়াদোত্তীর্ণ গ্লু-কোন ডি বিক্রি করেছে ট্রান্সকম ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। ক্ষুব্ধ অভিভাবকরা ট্রান্সকমের পণ্যবাহী গাড়িটি ভাংচুরের পাশাপাশি চালক আমিরকে মারধর করে। এ সময় মেয়াদোত্তীর্ণ গ্লু-কোন ডি ছুড়ে মারা হয় ট্রান্সকম কোম্পানির প্রতিনিধিদের গায়ে। গতকাল বগুড়া রোডের মল্লিকা কিন্ডার গার্টেন ক্যাম্পাসে কোমলমতি শিশুদের মাঝে মেয়াদোত্তীর্ণ গ্লুকোজ বিতরণে তীব্র ক্ষোভ বিরাজ করছে জনমনে। কোতোয়ালি থানা পুলিশ পণ্যবাহী গাড়িটি আটক করেছে।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য আবুয়াল মামুন সাংবাদিকদের বলেন, ট্রান্সকম গ্রুপ যে পণ্য শিশু শিক্ষার্থীদের মধ্যে বিতরণ তা করছিল অত্যন্ত নিম্নমানের এবং মেয়াদোত্তীর্ণ। এটা খেলে শিশুরা অসুস্থ হয়ে পড়ত। বিষয়টি জানতে পেরে তাদের ক্যাম্পাস থেকে বের করে দেয়া হয়।
তবে ট্রান্সকম ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের বরিশালের শাখা প্রধান খন্দকার মেরাজুর রহমান সাংবাদিকদের বলেন, প্রতিটি পণ্যের এখনও ১ মাস ১২ দিন মেয়াদ রয়েছে। এরপরও প্রধান শিক্ষিকার নির্দেশে ওই পণ্য বিতরণ বন্ধ রাখা হয়। এ ছাড়া যারা ক্রয় করেছিল তাদের টাকা ফেরত দেয়ার পরও তাদের গাড়ি ভাংচুর করা হয়।
=================
এতবড় প্রতিষ্ঠান এর এটা নিরীহ ভুল মানা যায় না। আর দেশের পাব্লিক গাজা খায় না যে, মেয়াদ থাকার পরেও ভাংচুর করবে।স্মরণ করুন,'বাংগালী মাগনা পেলে সাদা পাঞ্জাবীর পকেটে আলকাতরা নিতে পারে '


এ জগতে হায় সেই বেশী চায় যার আছে ভুরি ভুরি

