সমাজবিধ্বংসী সন্ত্রাসী মিডিয়ার অপকীর্তির গোপন খবর ফাঁস হয়েছে ফেসবুক বার্তায়। এ নিয়ে শুরু হয়েছে তোলপাড়। পরিচালক পি এ কাজলের ফেসবুক কথপোকথন ফাঁসের সাথে সাথেই এ নিয়ে আলোচনা সমালোচনার ঝড় ওঠে সমাজবিধ্বংসী সন্ত্রাসী মিডিয়া অঙ্গনে।
এর মাধ্যেমেই বেশ কিছু গোপন খবর উঠে আসে সাধারণ মানুষের কাছে। তারকাদের সমাজবিধ্বংসী সন্ত্রাসী মিডিয়ায় প্রতিষ্ঠার জন্য অনৈতিক পথ বেছে নেওয়ার খবর প্রকাশ হয় এই ফেসবুক বার্তায়। এই কথপোকথন এখন ছড়িয়ে পড়েছে ফেসবুকসহ সামাজিক যোগযোগ মাধ্যমগুলোতে। এ বার্তায় যেসব তারকাদের নাম প্রকাশ হয়েছে তারাও এখন পড়েছে বিব্রতকর অবস্থায়।(পতিতা আবার বিব্রত?)
বর্তমান সময়ের আলোচিত পরিচালক নরপশু পি এ কাজলের ওই ফেসবুক বার্তা কয়েকদিন আগে ছড়িয়ে দেওয়া হয়েছে। ফাঁস হয়ে যাওয়া ফেসবুক বার্তাটি ছিল এক উঠতি মডেলের(পতিতার) সাথে।
সে বার্তায় দেখা গেছে, কাজল একজন নারী মডেলকে(পতিতাকে) সিনেমার নায়িকা বানানোর কথা বলছে। এতে সে উল্লেখ করে, সমাজবিধ্বংসী সন্ত্রাসী মিডিয়ায় প্রতিষ্ঠিত হতে হলে পরিচালকদের সাথে 'বিশেষ' সম্পর্ক গড়ে তুলতে হয়(মানে পতিতা হতে হয়)। অনৈতিক কাজ করতে হবে নরপশু পরিচালক প্রযোজকদের সাথে। বড় বড় তারকারা(পতিতারা) এভাবেই প্রতিষ্ঠিত হয়েছে।
কাজল সেই নারীকে প্রস্তাব দেয়, তার সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তুললে তাকেও বড় নায়িকা(বেশ্যা) বানানো হবে। মিডিয়ায় খুব সহজেই তাকে 'স্টাবলিস্ট' করে দিবে।
সে বলে, নায়িকা(পতিতা) পূর্ণিমা, মাহি, সাহারা এভাবেই নায়িকার(বেশ্যার) আসনে এসেছে। এসব কাজের সাথে এফডিসির অনেক পরিচালক-প্রযোজকরাও রয়েছে। এদের মধ্যে নরপশু সোহানুর রহমান সোহান, মুশফিকুর রহমান গুলজার, প্রযোজক আবদুল আজিজের নামও উল্লেখ করে।
যে মডেলকে কাজল এসব কথা বলেছে সে নিজেই সে বার্তাটি ফাঁস করে দেয়। এ নিয়ে পি এ কাজলের সাথে যোগাযোগের চেষ্টা করে হলে সে ফোন বন্ধ করে রাখে।
সম্প্রতি প্রকাশ হওয়া এ ঘটনা নিয়ে এফডিসি পাড়ায় রীতিমতো আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। কাজলও পরিচালক সমিতির তোপের মুখে পড়েছে। তার বিরুদ্ধে সংগঠন(পতিতা বানানোর সংগঠন) থেকে ব্যবস্থা নেওয়া হবে শিগগিরই।
প্রসঙ্গত, সমাজবিধ্বংসী সন্ত্রাসী মিডিয়ায় অঙ্গনে তারকা বানানোর কথা বলে উঠতি মডেল ও নায়িকাদের নানা অনৈতিক কাজে ব্যবহার করা হচ্ছে বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ রয়েছে। এ ধরনের স্ক্যান্ডাল যেন মিডিয়ার 'ওপেন সিক্রেট'। এ নিয়ে প্রায়ই নানা ধরনের খবর শোনা যায়। এবার পি এ কাজলের এই ফেসবুক বার্তা ফাঁস হওয়ার পরপর এ বিষয়টি আরো বেশি বিশ্বাসযোগ্য হিসেবে উঠে এসেছে সাধারণ মানুষের কাছে।
তার মানে মোডেল বা নায়িকা মানেই সব পতিতা ও বেশ্যা। আর এদের কারনেই আজ জাতি শেষ হয়ে যাচ্ছে।