আমার ভাগ্নী ফারহীন ছোটবেলায় ( ও অবশ্য এখনো ছোটই আছে) একবার কমলা খেতে গিয়ে কমলার বিচিটাও গিলে ফেললো। আমি বললাম, "কিরে, তোর মাথায় এখন তো কমলা গাছ হবে, কেমন হবে তখন?" সে খুশী হয়ে জবাব দিল, "ভালোই তো হবে, মাথায় হাত দিয়ে কমলা পেড়ে পেড়ে খাবো"


ফারহীন যখন মাত্র মাত্র A B C D শিখছে, তখন একদিন আমাকে জিজ্ঞেস করলো, "খালামণি, AB ছাড়া কি কখনো CD হয়?" আমি ওর প্রশ্নের মাথামুন্ডু বুঝতে না পেরে বললাম, "কেন কি হয়েছে?" সে বলে, "ছোট ফুপ্পি খালি সিডি সিডি বলে কেন?"

ফারহীন অনেক গল্পের বই পড়ে সেটার কাহিনী আগেই বলেছিলাম একবার।সারাদিন সুযোগ পেলেই গল্পের বই পড়ার প্রভাব এইবার আমাদের বাসায় বেড়াতে এলে টের পেলাম। কথাবার্তা কেমন বই এর ভাষার মতো হয়ে গেছে। কিছু উলটাপালটা দেখে যদি বলি এটা কে করেছে, তখন বলে," আমি জানিনা তুমি 'তদন্ত' করে বের করো"। কিংবা আপু কোন কারণে রাগারাগি করলে সে নির্লিপ্ত গলায় বলে," আম্মু উত্তেজিত হয়ে চিৎকার করছে"। একবার আমি জিজ্ঞেস করলাম সারাদিন গল্পের বই পড়িস কেন? ফারহীন বলে, "কি করবো খালামণি বই দেখলে 'লোভ সংবরণ' করতে পারিনা।"

পত্রিকায় ইভ টিজিং সম্পর্কে পড়ে তার মন্তব্য,"টিজারদেরকে মাটি খুড়তে দেয়া হোক মাটি খুড়ে খুড়ে এদের আমেরিকা পাঠিয়ে দেয়া হোক" তার ধারণা বাংলাদেশ থেকে মাটি খুড়ে পৃথিবীর ঐপাড় পর্যন্ত গেলেই আমেরিকা পাওয়া যাবে যেহেতু বাংলাদেশের ঠিক উলটোদিকেই আমেরিকা

আমরা ক্লাস থ্রি তে আহসান হাবীবের একটা কবিতা পড়েছিলাম, কবিতাটার নাম ছিলো "ইচ্ছা"। সমবয়সী কাজিনদের কাছে কোন কিছুর কারণ দর্শাতে হলে আমরা বলতাম
ইচ্ছা...
আহসান হাবীব...
মনারে মনা কোথায় যাস?
বিলের ধারে কাটবো ঘাস...
... ...
এরকম যে কয়েকটা লাইন মনে থাকতো বলতে থাকতাম।

আমার ছোট ভাগ্নীটা (২ বছর) এখন বেশ কিছু কথা বলতে পারে। ছোটদের আধো আধো বোল সবারই ভালো লাগে। এইটা এমন পাকনা! কি যেন একটা করতে মানা করলাম তাও করলো। আমি ঝাড়ি দিয়ে বললাম "এই, এটা কেন করেছো?"
সে চোখ পাকিয়ে উত্তর দিল "ইচ্ছা

আমি পুরাই থ! পিচ্চি বলে কি!!

এমনিতে আমার কোলে আসতেই চায়না। শুধু চানাচুরের লোভে আসে। আর বলে, "তানাতুত্তুর দেও"। চানাচুর দিলেই খুশিতে চিৎকার দিয়ে বলে, "ইয়েস! তানাতুত্তুর!"
অনেকদিন পর ব্লগে ঢুকলাম, পরীক্ষার জ্বালায় ব্লগে বেশী আসতেই পারিনি



কিছুদিন আগে ফুপি হলাম। এখন পিচ্চি-পাচ্চা মোট এক হালি হলো



সবাই এক হালি পিচ্চির জন্য দোয়া করবেন প্লিজ।

পিচ্চি-পাচ্চা পোস্ট, পিচ্চিদের নিয়ে আরেকটি লেখা
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:০১