
চলছি আর চলছি
বয়ে বেড়াচ্ছি দেহটা,
মনটা সম্বল করে
প্রশান্তির খোঁজে।
দেখেছি বহু মুখ, হৃদয় বহু
অথচ, শান্ত সাধারন দু'টো চোখের ঐ মুখ
ছুঁয়ে গেলো হৃদয় আমার
চাওয়া নেই, পাওয়ার তীব্র আকাঙ্খা নেই
রাগ নেই,ক্ষোভ নেই অযথা অভিমান নেই
ভয় নেই, ঘৃণা নেই,বাড়াবাড়ি নেই,
মোহ নেই,লোভ নেই,কোন করুনার ছোঁয়া নেই
ঐ অবয়বে।