কেউ যেন হায়, একটু এল – অনেক গেল দূরে
একখানি মুখ, প্রেমের কথায় গাইল সুরে সুরে।
স্নিগ্ধ হাওয়া দমকা হয়ে, ছুটল পিছে পিছে
সাধের প্রেমের এই কি রূপ! সত্যি নাকি মিছে?
হঠাৎ নির্জনতার অন্ধকারে, উঠল কি যে জ্বলে
দৈন্যতার হিসেব সকল ভাসিয়ে নিল ঢলে;
একখানি মুখ, রইনা কাছে – শুধুই দূরে দূরে
কেউ যেন হায়, একটু এল – অনেক গেল সরে।
হয় নি ছোঁওয়া, গন্ধ পাওয়া নিবিড় আলাপন
জানি না বুঝি অকারণেই জাগল শিহরণ;
তবু একজোড়া চোখ, একখানি মুখ আসল ঘুরে ফিরে
কেউ যেন হায়, একটু এল – অনেক গেল দূরে।
এইতো মনে, ওইতো আবার, দূরে গেল কেউ
পাই না কিছু, একলা মনে – রইল পড়ে ঢেউ;
তবু – ছড়িয়ে গেল, প্রেমের হাওয়া মনের উঠোন জুড়ে
কেউ যেন হায়, একটু এল – অনেক গেল দূরে।
সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০২১ রাত ১০:২০