নিজেই নিজের হৃদস্পন্দন মেপে দেখি
মাঝে মাঝেই, বুকের বাম পাশটায়
যে দিকে হৃদপিণ্ড, হাত দিয়ে স্পর্শ করি সেখানে
সবই তো ঠিকঠাক, এ’তো স্পন্দন নয় শুধু
যেন বলেও দেয়, টিকে আছি এখনো।
নিপীড়িত হবার শক্তি, অন্তরে বাহিরে
পরাধীন হয়ে, ‘স্বাধীন স্বাধীন’ রব তুলে
মিথ্যে মিথ্যে অভিনয় করে বাঁচবার শক্তি
কি দারুণ! এখনো মিইয়ে যায় নি।
সন্দেহ হয়, কি যোগ্য সহনশীল হৃদয় আমার
মেনে নেওয়া কত সহজ, এই বিরূপ পৃথিবী।
হৃদয়, বিষাক্ত হাওয়ায় পেয়েছে খুঁজে অক্সিজেন,
বেঁচে থাকুক এই হৃদয়, সেই হৃদয়, এইরূপ হৃদয়গুলো
যতদিন না আনে সত্যলাভের প্রতিবাদী বান
আর দূর হোক একদিন সন্দেহ।
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:২৮