১
ব্যাঙের নানি রাগ করেছে - জল করেছে ঘোলা
হেঁইয়ো বলে নাক ঝেড়েছে, কদিম পাড়ার ভোলা
দুয়ার নেই ঝুলছে তালা
ডুমুর ফুলের মালা
সত্য বটে, এইমাত্র বলে গেলো টিকটিকির খালা।
২
বুঝি বনবাঁদাড়ে ঘুরতে তোমায় কেউ করে নি মানা?
ঢেউ তোলো যে নদীর জলে, সেও তো আমার জানা
আবার যদি এই বোশেখে,
ঘুরতে দেখি নদীর বাঁকে
চড় খাবে যে সত্যি কথা, থাকবে সাথে কানটানা।
৩
সহজ কথা বলতে গিয়ে ঘোরাও কেন ভায়া
আলো আবার কেমন করে হয়ে যায় ছায়া?
কথার জেরে
কথার ফেরে
একই তো সব ঘুরেফিরে, জগৎজুড়ে মায়া।
সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০২১ সকাল ৭:৫৩