তুমি তাকাও নি বলে
আমার আকাশে চাঁদ হাসে না বহুদিন।
জ্যোৎস্না ভরা কত পূর্ণিমা রাত
তবু ঘোর কাটে না অন্ধকারের,
বসন্ত, শরতের কোথায় হারিয়ে গেছে
প্রমুদিত, প্রবাহিণী হৃদয় জাগানীয়া হাওয়া।
তুমি আসো নি তাই –
নষ্ট চোখে প্রচ্ছন্ন সব রঙ্গিন আয়োজন
আমার তো সাদাকালো পৃথিবী এখন।
তুমি এলে না তাই –
অভিমানী কলমের নিব
ভালবেসে কবিতার খাতায় খায় নি চুমু।
তুমি এলে না তাই –
কবিতা হয়ে আসে না একটি কথাও,
এখনো দূরে দূরে থাকে সব বর্ণমালা।
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০২১ সকাল ৮:৫৭