তুমি বলো নি কিছু, জালকে বিস্তৃত আমার আকাশ
সমুদ্র-পতন শব্দে তখন মগ্ন হৃদয়,
পাংশুলা অন্তরে এ কোন মায়া খেলা করে গেলো।
মায়াবী মৃদু জলপ্রবাহে সিক্ত হৃদয়, সিক্ত অনুভূতি
আমার চোখের জমাট অন্ধকারে তখন শুধু দুটি তারা;
তীব্র অন্ধকারে, তীক্ষ্ণ আলোর বিন্দুর মত দুটি চোখ
আমি দেখি নি কিছু, আমি দেখি নি ঠোঁট;
দেখি নি রাঙ্গা কপোল, দেখি নি মেঘকালো ছিল কিনা চুল
দেখি নি চিরল দাঁতের হাসি, কপালে-নাকে বিন্দু ঘাম মুক্ত-দানা;
ব্যগ্রতা ছিল না দেখার আলোড়িত দেহ
ভুবন মোহিনী হাসি দেখার ছিল না প্রয়োজন।
তুমি তো বলো নি কিছু, সব কথা – সব পেয়েছি ওই চোখে
তুমি তো বলো নি কিছু, শুধু চোখে চোখ গেছে মিশে।
আমি ওই চোখে দেখেছি নীল আকাশ, স্বচ্ছ সমুদ্র
আমি ভেসেছি সেথায়, ডুবেছি নিরন্তর।
আমি ওই চোখে দেখেছি উথান, দেখেছি নিকট পতন
আমার দারুণ – করুণ জীবন মরণ।
কিন্তু তবুও - সেই থেকে তোমার চোখদুটো বুকের ভেতর।
সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০২১ বিকাল ৪:২৮