১
এক রাজ্যে এক কবি ছিল, একমনে লেখেন বসে কবি-তা
তিনিই লেখেন, তিনিই বোঝেন - কেউ বোঝে না সবি’তা
কাড়ি কাড়ি হাজার পাতা
উল্টে দেখে লেখার খাতা
সবাই বলে, নেইতো কিছু নষ্ট মাথা, লেখেন কবি যা’তা।
২
কিম্ভূত সুর শোনা যায়, কে বাজায় বীণা
সুর নাকি শোরগোল, মোটে তালহীনা!
লয়হীন একি গানা
শব্দে শব্দে হানা
আমাদের খুড়ো, নতুন কিনেছে কিনা!
৩
রাজার ছেলের উঠলো ফোঁড়া
কান্নাকাটি থোরা থোরা
বদ্যি এলেন
বদ্যি গেলেন
খেলেন খাসি তিন জোড়া।
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০২১ সকাল ১১:৫৮