প্রাণ গেল এক ইঁদুরের, এক তেলাপোকার, এক তিমি মাছের
প্রাণ গেল এক হনূমানের, এক বাঘের, এক শুকুরের;
প্রাণ গেল এক জ্ঞানীর, প্রাণ গেল এক মূর্খের
প্রাণ হারাল বিত্ত-বৈভব, প্রাণ হারাল দারিদ্র্য
প্রাণ হারাল যোগী, প্রাণ হারাল ইতর
কালগ্রাসের কেন্দ্রপ্রসারিণী শক্তিতে আজ হয়েছে সমতা বিধান।
শৈবাল, ছত্রাক, নানা পরজীবীরা; আগুন, মাটি, বায়ু
সবার সহর্ষ, শীঘ্র সমতা নিশ্চিত করণের উদ্যোগ।
এই আজ ন্যায় বিচারের দিন; তেলাপোকার ক্ষোভ নেই
ইঁদুরের দুঃখ নেই, হনূমানের নেই আক্ষেপ।
বিদ্যমান বিত্ত-বৈভব জানি না কেন, মিটিমিটি হাসে
মূর্খ, দারিদ্র্য তো এই ন্যায় বিচারেরই করেছিল অপেক্ষা
যোগীর সাধনা, জ্ঞানীর জ্ঞান – অনুভূতি প্রকাশ করতে চায় না আজ
তারাও কিনা চেয়েছিল – দূর হোক ব্যাবধান।
সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০২১ সকাল ৭:৪৮